New Jersey Lottery

এক দুই নয়, একইদিনে তিনবার লটারি জিতলেন নিউ জার্সির স্টুয়ার্ট

অবসরপ্রাপ্ত কর্মী রবার্ট তাতে জিতে যান পাঁচ মিলিয়ান মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার মূল্য ৩৬ কোটিরও বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ জার্সি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ১৬:০৪
Share:

ভাগ্যবান বললেও বোধ হয় কম বলা হয়। তিনি লটারি কাটেন। জিতেও যান।

Advertisement

তিনি নিউ জার্সির রবার্ট স্টুয়ার্ট। তিনিই সেই ভাগ্যবান।

মাস কয়েক আগের কথা। জ্যাকপট স্ক্র্যাচ কার্ড লটারি গেমে অংশ নিয়েছিলেন। অবসরপ্রাপ্ত কর্মী রবার্ট তাতে জিতে যান পাঁচ মিলিয়ান মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার মূল্য ৩৬ কোটিরও বেশি।

Advertisement

সেই খবর পাওয়ার পরই এক রকম নাচতে নাচতে গিয়ে স্থানীয় দোকান থেকে আর দুটি কার্ড কেনেন তিনি। তাতেও ফের জয়। এ বার অবশ্য অঙ্কটা তত বড় নয়। ভারতীয় টাকায় ৩৬ হাজার এবং সাত হাজারের মতো টাকা জেতেন।

গত ২ অগস্ট এই লটারি জিতেছিলেন ররার্ট। নভেম্বরে তাদের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ জার্সি লটারি। তাতেই রবার্টের লটারি জয়ের খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: ওড়ালেন আস্থানার সব অভিযোগ, আইনজীবী ছাড়াই ভিজিল্যান্স কমিশনে অলোক বর্মা

তবে এই প্রথম নয় এর আগেও এমন লটারি জয়ের নজির রয়েছে রবার্টের। এর আগে তাঁর সব থেকে বেশি অঙ্কের লটারি জয় ছিল ২৫০০ মার্কিন ডলারের।

আরও পড়ুন: এইচওয়ানবি ভিসা নিয়ে কড়াকড়ি, ফের সরব গুগল, মাইক্রোসফট

কী করবেন এই টাকা দিয়ে? বরার্ট জানাচ্ছেন, পরিবার ও বন্ধুদের সাহায্যে এই টাকা খরচ করতে চান তিনি।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন