আফগানিস্তানে আরও মার্কিন সেনা, ইঙ্গিত

মঙ্গলবারই মার্কিন সেনেটের সশস্ত্র সার্ভিস কমিটির এক শুনানিতে ম্যাটিস স্বীকার করেছেন, আফগানিস্তানে তালিবান-বিরোধী যুদ্ধে আমেরিকা জয়ের জায়গায় নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০২:৫৮
Share:

আফগানিস্তানে আরও সেনা পাঠাতে পারে আমেরিকা। প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিসকে এই নিয়ে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে আফগানিস্তানে মোতায়েন রয়েছে ৮৪০০ মার্কিন সেনা।

Advertisement

মঙ্গলবারই মার্কিন সেনেটের সশস্ত্র সার্ভিস কমিটির এক শুনানিতে ম্যাটিস স্বীকার করেছেন, আফগানিস্তানে তালিবান-বিরোধী যুদ্ধে আমেরিকা জয়ের জায়গায় নেই। তাঁর কথায়, ‘‘আফগানিস্তানে তালিবান ফের শক্তি সঞ্চয় করছে।’’ এই অবস্থার খুব শীঘ্রই পরিবর্তন করা দরকার, বলেন তিনি। তারপরেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়, আফগানিস্তানে মার্কিন নীতি কী হবে, তা ঠিক করবেন ম্যাটিস। প্রতিরক্ষাসচিব জানিয়েছেন, তালিবানকে হারানোর লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে মার্কিন সরকার নতুন কৌশল পেশ করবে।

ম্যাটিস তালিবানকে নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও আফগানিস্তানে ডালপালা বিস্তার করছে ইসলামিক স্টেট-ও। আফগান সেনা সূত্রে জানানো হয়েছে, ওসামা বিন লাদেনের এক সময়ের ঘাঁটি তোরা বোরার অনেকটা এলাকা নিজেদের দখলে নিয়েছে আইএস। আফগান তালিবানের সঙ্গে তাদের জোর লড়াই চলছে।

Advertisement

আফগানিস্তান নিয়ে কোনও স্পষ্ট নীতি না নেওয়ায় ট্রাম্প সরকারের তীব্র সমালোচনা করেছেন বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর তথা সেনেটের সশস্ত্র সার্ভিস কমিটির প্রধান জন ম্যাককেন-ও। তাঁর মতে, তালিবানকে হারাতে আফগানিস্তানে আমেরিকার আরও সেনা পাঠানো উচিত। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর কম্যান্ডার জেনারেল জন নিকোলসনও বলেছিলেন, আফগানিস্তানে তালিবানকে হারাতে গেলে মার্কিন সেনার সংখ্যা বাড়াতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement