Volodymyr Zelenskyy US Visit

শুক্রবার আমেরিকা সফরে যাচ্ছেন জ়েলেনস্কি! খনিজ বণ্টন চুক্তি নিয়ে গুঞ্জনের আবহে ঘোষণা ট্রাম্পের

শুক্রবার আমেরিকা সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং ইউক্রেন-আমেরিকা খনিজ বণ্টন চুক্তি নিয়ে জল্পনার আবহেই ওয়াশিংটন সফরে জেলেনস্কি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২০
Share:

(বাঁ দিকে) ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

শুক্রবার আমেরিকায় যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। বুধবার এ কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর বুধবারই প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেন ট্রাম্প। ওই বৈঠকেই জ়েলেনস্কির ওয়াশিংটন সফরের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি আমেরিকার সঙ্গে খনিজ বণ্টন চুক্তি চূড়ান্ত করতে রাজি হয়েছে ইউক্রেন। প্রথমে এই খনিজ চুক্তিতে কিভ আপত্তি জানালেও, পরে রাজি হয়ে যায় চুক্তিপত্র চূড়ান্ত করতে। চুক্তি নিয়ে এই গুঞ্জনের আবহেই আমেরিকা সফরে যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

Advertisement

বস্তুত, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন নীতিতে কিছুটা বদল দেখা গিয়েছে। ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য কাটছাঁট করে আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির আপত্তি উড়িয়ে সৌদি আরবে যুদ্ধবিরতির জন্য রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সরকারের আধিকারিকেরা। এমনকি ইউক্রেনকে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য করতেও আপত্তি জানায় ট্রাম্পের প্রশাসন।

এমন একটি পরিস্থিতিতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা সম্প্রতি জানান, আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি নিয়ে তাদের আলোচনা এগোতে শুরু করেছে। অথচ চলতি মাসের গোড়ায় মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজে আমেরিকার অগ্রাধিকারের চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন জ়েলেনস্কি। এই আবহেই বুধবার ট্রাম্প জানিয়ে দিলেন, শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন জ়েলেনস্কি। সে ক্ষেত্রে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনায় খনিজ বণ্টন চুক্তি উঠে আসে কি না, সে দিকে নজর থাকবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনও আলোচনা হয় কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement