Iran Israel Conflict

ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না ইরান, দেরি হয়ে যাওয়ার আগেই আলোচনায় বসুক: ট্রাম্প

প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প সোমবার বলেন, ‘‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই আরও দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ২২:৩৯
Share:

(বাঁ দিক থেকে) বেঞ্জামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতোল্লা আলি খামেনেই। —ফাইল চিত্র।

ইজ়রায়েলের সঙ্গে সংঘাতের আবহ প্রশমিত করতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কানাডায় জি৭ শীর্ষবৈঠকে যোগ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পরাজয় নিশ্চিত।

Advertisement

প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প সোমবার বলেন, ‘‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই আরও দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’’ ইরান পরমাণু অস্ত্র নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই আশঙ্কা থেকেই তাদের উপর শুক্রবার হামলা চালিয়েছে ইজ়রায়েল। তেল আভিভের দাবি, ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে অস্তিত্বসঙ্কটে পড়বেন ইহুদিরা। সেই কারণেই তারা ইরানে হামলা চালিয়েছে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তুও মূলত ইরানের পরমাণুকেন্দ্র এবং সামরিক ঘাঁটি।

যতক্ষণ না তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি থামাচ্ছে, তেল আভিভ চুপ থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের পাল্টা দাবি, তাঁরা পরমাণু অস্ত্র তৈরি করছেন না। শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে (বিদুৎ উৎপাদন) পরমাণু প্রযুক্তি ব্যবহার করছেন। যদিও ২০২৪ সালে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক সংস্থা আইএইএ একটি রিপোর্টে জানায়, ফের সামরিক উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে ইরান। ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে ইজ়রায়েলি হামলাকে সমর্থন জানালেও মেনে নিয়েছেন যে, এখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি তেহরান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement