Russia Ukraine War

পুতিন চাইলে আপনাদের ধ্বংস করে দিতে পারেন! ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কিকে বৈঠকে ডেকে সতর্ক করে দিলেন ট্রাম্প

গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তার পরের দিনই হোয়াইট হাউসে জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। ওই বৈঠকে রাশিয়ার ‘পরিকল্পনা’র বিষয়ে ইউক্রেনকে সতর্ক করে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৪:৫৮
Share:

(বাঁ দিক থেকে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইলে ধ্বংস করে দিতে পারেন ইউক্রেনকে। কিভকে চাপে রাখতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে নাকি এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ট্রাম্প এবং জ়েলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল টাইম্‌স’ জানাচ্ছে, বৈঠক চলাকালীন রাশিয়ার চাপানো শর্ত মেনে নেওয়ার জন্য বার বার জ়েলেনস্কিকে চাপ দিচ্ছিলেন ট্রাম্প। সেই সময়েই তাঁদের আলোচনায় এই প্রসঙ্গ উঠে আসে।

Advertisement

ইজ়রায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষবিরতি করানোর পরে এ বার ফের রাশিয়া এবং ইউক্রেনের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। দফায় দফায় চেষ্টা করেও প্রায় তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি তিনি। এ অবস্থায় গত সপ্তাহে জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের সময়ে ট্রাম্পকে এমন কিছু মন্তব্য করেছেন, যাতে অনুমান করা হচ্ছে, তিনি পুতিনের দাবিগুলিকে একপ্রকার মান্যতা দিয়ে ফেলেছেন।

প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউসের বৈঠকে জ়েলেনস্কি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র ট্রাম্পকে দেখানোর চেষ্টা করেন। কিন্তু ওই মানচিত্র দেখতে চাইছিলেন না ট্রাম্প। উল্টে পূর্ব ইউক্রেনের সমগ্র ডনবাস (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এলাকাকে পুতিনদের হাতে তুলে দেওয়ার জন্য জ়েলেনস্কিদের চাপ দেন তিনি।

Advertisement

বস্তুত, গত বৃহস্পতিবারই পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তার পরের দিনই হোয়াইট হাউসে জ়েলেনস্কির সঙ্গে বৈঠক সারেন তিনি। বৈঠক সম্পর্কে ওয়াকিবহাল ইউরোপীয় সূত্র মারফত ‘ফিনান্সিয়াল টাইম্‌স’ জানাচ্ছে, পুতিনের সঙ্গে ফোনালাপে কী কী বিষয়ে আলোচনা হয়েছে— তার উপরেই শুক্রবারের বৈঠকে বেশি জোর দেন ট্রাম্প। ইউরোপীয় আধিকারিক সূত্রে প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ট্রাম্প জ়েলেনস্কি জানান, এই সংঘর্ষ কোনও যুদ্ধ নয় বলেই তাঁকে জানিয়েছেন পুতিন। পুতিন তাঁকে জানিয়েছেন, এটি একটি বিশেষ অভিযান। এমনকি ইউক্রেনকে ধ্বংস হওয়া থেকে আটকাতে হলে জ়েলেনস্কির একটি চুক্তি সেরে নেওয়া প্রয়োজন, এমন কথাও শুক্রবারের বৈঠকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউরোপীয় ওই সূত্রের দাবি, ট্রাম্প জ়েলেনস্কিকে বলেছেন, ইউক্রেন যুদ্ধে হারতে বসেছিল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যদি (পুতিন) তা করতে চান, তবে তিনি আপনাদের ধ্বংস করে দেবেন।” বৈঠকের একটি পর্যায়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র নিয়েও বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। যুদ্ধক্ষেত্রের মানচিত্র সামনে থেকে সরিয়ে দেন তিনি। ওই আধিকারিক সূত্রে দাবি, ট্রাম্প জানান, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র বার বার দেখতে দেখতে তিনি বিরক্ত হয়ে গিয়েছেন। তিনি বলেন, “এই যে লাল রেখার কথা বলা হচ্ছে, আমি জানিই না এটি কোথায়। আমি তো কখনও সেখানে যাইনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement