US-EEU Trade Deal

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে নিলেন ট্রাম্প! কত শতাংশ শুল্ক চাপাচ্ছেন তিনি?

বাণিজ্যিক ভাবে আমেরিকার অন্যতম ‘বন্ধুরাষ্ট্র’ ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্পের নয়া শুল্কনীতিতে কোপ পড়েছিল তাদের উপরেও। দফায় দফায় আলোচনার পরে অবশেষে দু'দেশের মধ্যে বাণিজ্যিক রফাসূত্র মিলল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০০:০৯
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া সেরে নিয়েছে আমেরিকা। রবিবার এই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে এ দিন বৈঠক হয় ট্রাম্পের। ওই বৈঠকের পরেই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে এই ঘোষণা করেন ট্রাম্প।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ অনুসারে, ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক নেবে আমেরিকা। তবে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর শুল্ক এখনও অপরিবর্তিতই থাকছে। বর্তমানে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে ৫০ শতাংশ হারে শুল্ক নেয় আমেরিকা। সেটিতে আপাতত কোনও বদল হচ্ছে না।

বাণিজ্যিক ভাবে আমেরিকার অন্যতম 'বন্ধুরাষ্ট্র' ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্পের নয়া শুল্কনীতিতে কোপ পড়েছিল তাদের উপরেও। দফায় দফায় আলোচনার পরে অবশেষে দু'দেশের মধ্যে বাণিজ্যিক রফাসূত্র মিলল। ট্রাম্পের দ্বিতীয় জমানায় এখনও পর্যন্ত আমেরিকার বাণিজ্যচুক্তিগুলির মধ্যে অন্যতম বড় চুক্তি এটি। যদিও চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে ট্রাম্পের দাবি, আমেরিকা থেকে ৭৫ হাজার কোটি ডলারের বৈদ্যুতিক পণ্য (এনার্জি প্রোডাক্ট) কিনতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

Advertisement

বৈঠকের সময় ট্রাম্প বলেন , “আমি মনে করি এটি উভয় পক্ষের জন্যই খুব ভাল হবে। আমার মনে হয় আপনাদের (ইউরোপীয় ইউনিয়নের) দেশগুলিও এতে খুবই খুশি।” লিয়েনও জানান, তাঁদের আলোচনা সফল হয়েছে। তিনি বলেন, "উভয় পক্ষই চাইছিল যাতে বাণিজ্যিক সম্পর্কে একটি ভারসাম্য থাকে।’’

বর্তমানে আমেরিকার বাজারে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপরেই ন্যূনতম ১০ শতাংশ শুল্ক নেওয়া হয়। গাড়ির উপরে নেওয়া হয় ২৫ শতাংশ শুল্ক। এ ছাড়া স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর ৫০ শতাংশ শুল্ক নেয় আমেরিকা। কিন্তু সমঝোতা না-হলে ১ অগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে নয়া ঘোষণা অনুসারে, স্টিল ও অ্যালুমিনিয়াম বাদে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যে ১৫ শতাংশ শুল্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

ট্রাম্পের দাবি, নতুন বাণিজ্যচুক্তিতে আমেরিকার পণ্যের উপর কোনও শুল্ক নেবে না ইউরোপীয় ইউনিয়ন। যদিও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের তরফে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement