Donald Trump

ট্রাম্পের নিশানায় এ বার শিক্ষা দফতর! আদালতের নির্দেশ উপেক্ষা করেই ছাঁটাইয়ের ঘোষণা

প্রসঙ্গত, আমেরিকার ফেডারেল শিক্ষা দফতরের কর্মীর সংখ্যা চার হাজারের বেশি। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের জন্য মাত্র ১৩ শতাংশ তহবিল ফেডারেল কোষাগার থেকে আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০০:২০
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

এবার আমেরিকার শিক্ষা দফতর থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। মার্কিন সংবাদমাধ্যমের একাংশের অনুমান এই পরিকল্পনায় শিক্ষা দফতরের দু’হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হতে পারে। ২১ মার্চ থেকে তাঁদের ছুটিতে পাঠানো হতে পারে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি।

Advertisement

আমেরিকার শিক্ষাসচিব লিন্ডা ম্যাকমাহনের দফতরের তরফে বুধবার জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ফেডারেল সরকারের আকার ছোট করার যে পরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত। প্রসঙ্গত, আমেরিকার ফেডারেল শিক্ষা দফতরের কর্মীর সংখ্যা চার হাজারের বেশি। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের জন্য মাত্র ১৩ শতাংশ তহবিল ফেডারেল কোষাগার থেকে আসে।

কিন্তু ট্রাম্প তাতেও কোপ মারতে চান। এর আগে ট্রাম্পের নির্দেশে আমেরিকার ‘অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট’ (ওপিএম) যে ভাবে কর্মী ছাঁটাই করছে, তা বেআইনি বলে গত ১ মার্চ রায় দিয়েছিল সান ফ্রান্সিসকো আদালত। জেলা বিচারক উইলিয়াম অ্যালস্প বলেছিলেন, ‘‘বিশ্বব্রহ্মাণ্ডের কোনও আইনই ওপিএম-কে প্রতিরক্ষা-সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মী ছাঁটাই করার ক্ষমতা দেয় না। ওপিএম শুধু নিজেদের দফতরের কর্মীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। অন্যান্য দফতরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও এক্তিয়ার তাদের নেই।’’ তা সত্ত্বেও এ বার শিক্ষায় ‘নজর’ দিলেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement