International News

অবিলম্বে গ্রেফতার করা হোক হাফিজকে: চড়া সুর আমেরিকার

১১ মাস গৃহবন্দি থাকার পর পাক আদালতের নির্দেশে  বৃহস্পতিবারই মুক্তি পায় ২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড সইদ।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ১৯:০৪
Share:

কট্টর জঙ্গি হাফিজ সইদ।- সংগৃহীত।

আদালতের নির্দেশে সদ্য মুক্তি পাওয়া কট্টর জঙ্গি হাফিজ সইদকে এখনই গ্রেফতার করুক পাকিস্তান। শুক্রবার আমেরিকার তরফে এই দাবি জানানো হয়েছে। ভারতের তরফে বৃহস্পতিবারই হাফিজের মুক্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছিল।

Advertisement

১১ মাস গৃহবন্দি থাকার পর পাক আদালতের নির্দেশে বৃহস্পতিবারই মুক্তি পায় ২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড সইদ।মুক্তির পরেই লাহৌরে একটি সভায় ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন সইদ।

আরও পড়ুন- ‘কাশ্মীরিদের আজাদি দেবই’, মুক্তি পেয়েই হুঙ্কার হাফিজ সইদের​

Advertisement

আরও পড়ুন- সইদের মুক্তি নিয়ে ফের তোপ দিল্লির​

একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার গতকাল বলেছিলেন, গৃহবন্দি অবস্থা থেকে হাফিজ সইদের মুক্তির ঘটনাই প্রমাণ করছে, কট্টর জঙ্গিদের শাস্তি দেওয়ার বিষয়টিকে আদৌ গুরুত্ব দিতে রাজি নয় পাকিস্তান।

আমেরিকার এ দিনের দাবি সইদ প্রসঙ্গে ভারতের অবস্থানকে আরও জোরালো করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন