আরও আঁটোসাঁটো মার্কিন ভিসা নীতি

গত বছর এক কোটিরও বেশি ভিসা দিয়েছিল আমেরিকা। সেই ছবিটা কি এ বার আমূল পাল্টে যাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০২:৩৬
Share:

গত বছর এক কোটিরও বেশি ভিসা দিয়েছিল আমেরিকা। সেই ছবিটা কি এ বার আমূল পাল্টে যাবে?

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, গত সপ্তাহে পৃথিবীর বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে বিশেষ বার্তা পাঠিয়েছেন আমেরিকার নতুন বিদেশমন্ত্রী রেক্স টিলারসন। সেই বার্তায় বলা হয়েছে, বেড়ানোর জন্য, পেশাগত কারণে বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যাঁরা মার্কিন ভিসার আবেদন করবেন, নিরাপত্তার কারণে তাঁদের আবেদন আরও অনেক খুঁটিয়ে দেখতে হবে। আবেদনকারীকে তাঁর পরিবার, পড়াশোনা সব কিছু নিয়েই প্রশ্ন করা হবে। খতিয়ে দেখা হবে তাঁদের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং প্রোফাইলও। জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ (আইএস)-এর নিয়ন্ত্রণে যে সব ভূখণ্ড রয়েছে, সেই সব এলাকায় যদি ভিসা আবেদনকারী কখনও গিয়ে থাকেন, তবে তাঁর আবেদন আরও অনেক বেশি খুঁটিয়ে দেখা হবে।

ইতিমধ্যেই মুসলিম দুনিয়ার ছ’টি রাষ্ট্র থেকে আমেরিকায় ঢোকার উপরে নিষেধাজ্ঞা চালু করতে চান ট্রাম্প। বিভিন্ন আদালতের রায়ে সেই প্রস্তাব আপাতত স্থগিত হলেও আমেরিকাকে সুরক্ষিত করতে নিত্যনতুন নিরাপত্তা নীতি আনছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Advertisement

ইউরোপের বেশির ভাগ দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া-সহ ৩৮টি দেশ মার্কিন ভিসা ওয়েভারের আওতায় পড়ে। অর্থাৎ, এই সব দেশের নাগরিকের আমেরিকায় ঢুকতে ভিসা লাগে না। ভারত এই তালিকায় নেই। ফলে নতুন ভিসা নীতির আওতায় পড়ছেন ভারতীয় আবেদনকারীরাও। এ বিষয়ে কলকাতার মার্কিন কনস্যুলেটকে জিজ্ঞাসা করা হলে সেখান থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘ভিসা আবেদনকারীকে অনেক সময়েই তাঁদের পরিবার, পেশা বা আগে কোন কোন
দেশে গিয়েছেন, এই সংক্রান্ত প্রশ্ন করা হয়। কোনও বিশেষ ক্ষেত্রে আবেদনকারীর সোশ্যাল মিডিয়ার ব্যবহারও খতিয়ে দেখা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন