৯ মিনিটে ৬টি শিশুর জন্ম দিলেন মার্কিন মহিলা

ন’মিনিটে ছ’টি শিশুর জন্ম দিলেন এক মহিলা। ৪৭০ কোটি শিশু প্রতি এ ধরনের ঘটনা ঘটে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। টেক্সাসের দ্য উওম্যান হসপিটালে ছ’টি শিশুর জন্ম দিয়েছেন এই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১০:২৬
Share:

এই ছবিটি শেয়ার হয় ফেসবুকে।

ন’মিনিটে ছ’টি শিশুর জন্ম দিলেন এক মহিলা। ৪৭০ কোটি শিশু প্রতি এ ধরনের ঘটনা ঘটে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। টেক্সাসের দ্য উওম্যান হসপিটালে ছ’টি শিশুর জন্ম দিয়েছেন এই মহিলা।

Advertisement

তিনি দু’ জোড়া যমজ পুত্র সন্তান ও এক জোড়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার ভোর ৪.৫০ মিনিট থেকে ভোর ৪.৫৯ মিনিটের মধ্যে শিশুগুলির জন্ম দিয়েছেন থেলমা চিয়াকা নামের এক তরুণী। শিশুগুলির ওজন ৮০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৫০০ গ্রামের মধ্যে।

হাসপাতালের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ছ’টি শিশুই সুস্থ রয়েছে এখনও পর্যন্ত। তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাকা রয়েছে। চিকিৎসকরা শিশুগুলির ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন। দুটি মেয়ের নাম থেলমা রেখেছেন জিনা ও জুরিয়েল। চারটি পুত্র সন্তানের নাম যদিও ঠিক করেননি তিনি।

Advertisement

আরও পড়ুন: ব্রেন্টনকে আটকানো পাক নায়কের মৃ্ত্যু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement