International News

ফের চ্যালেঞ্জ আমেরিকার, চিন সাগরের আকাশে এ বার মার্কিন বোমারু বিমান

বেজিংকে আরও স্পষ্ট করে ওয়াশিংটন ডিসি বুঝিয়ে দিল, দক্ষিণ চিন সাগরের ৯০ শতাংশ এলাকাকে ‘নাইন ড্যাশ লাইন’-এর মধ্যে রেখে চিন গোটা অঞ্চলকে নিজেদের জলসীমা বলে দাবি করলেও, আমেরিকা কিছুতেই ওই জলভাগের দখল চিনকে নিতে দেবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ২০:৩৩
Share:

—প্রতীকী ছবি।

দক্ষিণ চিন সাগরে ফের চ্যালেঞ্জের মুখে বেজিং। বিতর্কিত জলভাগের আকাশে এ বার বোমারু বিমান পাঠিয়ে দিল আমেরিকা। বেজিংকে আরও স্পষ্ট করে ওয়াশিংটন ডিসি বুঝিয়ে দিল, দক্ষিণ চিন সাগরের ৯০ শতাংশ এলাকাকে ‘নাইন ড্যাশ লাইন’-এর মধ্যে রেখে চিন গোটা অঞ্চলকে নিজেদের জলসীমা বলে দাবি করলেও, আমেরিকা কিছুতেই ওই জলভাগের দখল চিনকে নিতে দেবে না।

Advertisement

মার্কিন বিমান বাহিনীই শুক্রবার দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে বোমারু বিমান ওড়ানোর খবর জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে গুয়াম দ্বীপে আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে, সেখান থেকেই বৃহস্পতিবার বোমারু বিমানগুলি উড়েছিল বলে জানানো হয়েছে। দক্ষিণ চিন সাগরের যে সব এলাকাকে চিন নিজেদের জলসীমা বলে দাবি করে, সেই সব এলাকার উপরেই চক্কোর কেটেছে মার্কিন বোমারু বিমানগুলি।

আরও পড়ুন: ভারত-চিন আবার যুদ্ধে জড়ালে কে কতটা প্রস্তুত

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement