Canada

বরফের উপর আঁকলেন মোনালিসার ছবি, ভাইরাল হল ভিডিয়ো

বহু তর্ক-বিতর্ক হয়েছে ‘অবাক’ এই শিল্পকে নিয়ে। এ বার বরফের মধ্যে মোনালিসার ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন কানাডার এক যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৯
Share:

ছবি: ফেসবুক

বছরের পর বছর দুনিয়া জুড়ে কোটি কোটি শিল্পপ্রেমী মানুষকে ভাবনার খোরাক দিয়ে এসেছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার ছবি। বহু তর্ক-বিতর্ক হয়েছে ‘অবাক’ এই শিল্পকে নিয়ে। এ বার বরফের মধ্যে মোনালিসার ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন কানাডার এক যুবক।

Advertisement

টরন্টো নিবাসী রবার্ট গ্রিনফিল্ড নামের ওই যুবক তাঁর বাড়ির কাছে বরফ জমে থাকা উপত্যকাকেই বেছে নিয়েছেন ক্যানভাস হিসেবে। তবে রং-তুলি নয়, রবার্ট এই ছবি আঁকার জন্য ব্যবহার করেছেন হকি স্টিক ও বেলচা। এর আগে গত বছর চাল ও রুটি দিয়ে বানানো মোনালিসার প্রতিকৃতিও চর্চার কারণ হয়েছিল ইন্টারনেটে।

তাঁর আঁকা মোনালিসা ছবিটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবার্ট নিজেই। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে কী ভাবে বরফের উপর মোনালিসার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি। যদিও নিজের শিল্পকর্ম নিয়ে মজা করতে ছাড়েননি তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, ‘এটিকে মোনালিসা না বলে স্নোনালিসা বলাই ভাল’। এ ছাড়াও তিনি লিখেছেন যে, এটিকে ল্যুভর মিউজিয়ামের বদলে কোনও ইগলুতে রাখলেই ভাল।

Advertisement

যদিও রবার্টের আঁকা মোনালিসার ছবি ইতিমধ্যেই পছন্দ করতে শুরু করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক কমেন্টে রবার্টকে প্রশংসায় ভরিয়েও দিয়েছেন সকলেই।

আরও পড়ুন: ‘হোমওয়ার্ক করতে পারব না’, স্কুলে চিঠি দিয়ে জানাল খুদে ছাত্র

আরও পড়ুন: আত্মরক্ষার্থে ভারতের যে কোনও পদক্ষেপকে পূর্ণ সমর্থন করা হবে, জানিয়ে দিল আমেরিকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement