বস্টন ম্যারাথনে হামলাকারী জঙ্গি জোখার জারনায়েভের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে আমেরিকাকে মাসুল দিতে হবে বলে হুমকি দিল আল কায়দা নেতা আয়মান অল জাওয়াহিরি। এক ভিডিও বার্তায় ওসামা বিন লাদেনের ওই প্রাক্তন সঙ্গী জানিয়েছে, আল-কায়দার হাতে বন্দি পশ্চিমী নাগরিকদের সঙ্গে ওই দেশগুলির জেলে থাকা মুসলিম বন্দিদের বিনিময় করা যেতে পারে। ২০০৮ সালে বস্টন ম্যারাথনে হামলাকারী জারনায়েভ এখন কলোরাডোর জেলে।