Spider

জুতোর ভিতরে ১১৯টি জ্যান্ত ট্যারেন্টুলা, পাচারের আগেই উদ্ধার ফিলিপিন্সে

ফিলিপিন্সের এক বিমানবন্দরে একটি পার্সেলের আয়তন দেখে শুল্ক দফতরের কর্মীদের সন্দেহ হয়।

Advertisement

সংবাদ সংস্থা

ম্যানিলা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ২০:৫২
Share:

প্রতীকী চিত্র।

জুতোর ভিতরে লুকিয়ে ট্যারেন্টুলা পাচারের চেষ্টা রুখে দিল ফিলিপিন্সের শুল্ক দফতরের কর্মীরা। উদ্ধার হয়েছে ১১৯টি জ্যান্ট ট্যারেন্টুলা।

Advertisement

ফিলিপিন্সের এক বিমানবন্দরে একটি পার্সেলের আয়তন দেখে শুল্ক দফতরের কর্মীদের সন্দেহ হয়। সেটি খুলতেই চক্ষু ছানা বড়া হওয়ার জোগাড়। বার হতে থাকে একের পর এক ছোট ছোট শিশি। আর প্রতিটির ভিতরে একটি করে জ্যান্ত কালো লোমশ ট্যারেন্টুলা

ফিলিপিন্সের ব্যুরো অব কাস্টমসের ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক জোড়া জুতোর ভিতরে সাদা সাদা প্লাল্টিকের ছোট শিশি। ওই শিশিগুলির প্রতিটির ভিতরে একটি করে ট্যারেন্টুলা ছিল বলে জানানো হয়েছে। শুল্ক দফতরের কর্মীরা সেগুলি টেবিলে সাজিয়ে ছবি তুলে পোস্ট করেন। ছবিতে যে জুতো জোড়া দেখা যাচ্ছে তা নতুন নয় বলেই মনে হচ্ছে। পুরনো জুতো জোড়াকে এই পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল।

Advertisement

আরও পড়ুন: মুখের ভিতরে মাকড়শা, ভয়ের ভিডিয়ো পোস্ট করে মজা হলিউড অভিনেতার

আরও পড়ুন: বাইডেনের হয়ে প্রচারের মাঝেই বাস্কেটবল কোর্টে, নজর কাড়লেন ওবামা

ট্যারেন্টুলাগুলি গত ২৮ অক্টোবর উদ্ধার হয়। পরের দিন সেগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। ফিলিপিন্সে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর তালিকায় রয়েছে ট্যারেন্টুলা। অনেকেই এগুলিকে পোষ্য হিসেবে রাখেন। সেই কারণেই পোল্যান্ড থেকে এগুলি পাচারের চেষ্টা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন