Viral

খোলা জায়গায় শিকল দিয়ে বাঁধা মা কুকুর, সেখানেই দুধ খাচ্ছে ছ’টি শাবক

রসকমনে কয়েক ধরেই মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও নেমেছে কিছুটা। প্রাতর্ভ্রমণে বেরিয়ে টমাস কুকুরগুলিকে দেখে তিনি তাদের উদ্ধার করেনিয়ে যান লংফোর্ডের আইএসপিসিএন্যাশনাল অ্যানিম্যাল সেন্টারে। সেখানে তাদের চিকিত্সা ও খাবারের বন্দোবস্ত করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

রসকমন,আয়ারল্যান্ড শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৪:৫১
Share:

রাস্তার ধারে শিকল দিয়ে বাঁধা কুকুর। ছবি: টুইটার থেকে নেওয়া।

অন্যদিনের মতোই সকালে হাঁটতে বেরিয়েছিলেন আয়ারল্যান্ডের রসকমন-এর বাসিন্দা টমাস মুর (নাম পরিবর্তিত)। বাড়ি থেকে একটু দূরে রাস্তার ধারে তিনি যা দেখলেন, তাতেচমকে যান। শিকল দিয়ে বাঁধা রয়েছে একটি কুকুর। সেই অবস্থাতেই মায়ের দুধ খাচ্ছে ছোট্ট ছ’টি কুকুরছানা। টমাসের তত্পরতাতেই বেঁচে যায় ওই কুকুর-মা ও তার ছয় শাবক।

Advertisement

রসকমনে কয়েক ধরেই মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও নেমেছে কিছুটা। প্রাতর্ভ্রমণে বেরিয়ে টমাস কুকুরগুলিকে দেখে তিনি তাদের উদ্ধার করেনিয়ে যান লংফোর্ডের আইএসপিসিএন্যাশনাল অ্যানিম্যাল সেন্টারে। সেখানে তাদের চিকিত্সা ও খাবারের বন্দোবস্ত করা হয়।

অ্যানিম্যাল সেন্টারের ম্যানেজার হিউগ ও’টুলে বলেন, ‘‘বাচ্চা ছ’টির এখনও চোখ ফোটেনি। তাদের মাকেজল, খাবার ছাড়াই চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এটা চূড়ান্ত অমানবিক।’’ আইন অনুযায়ী আয়ারল্যান্ডে সব কুকুরের সঙ্গে একটি করে মাইক্রো চিপ লাগানো থাকে। কিন্তু এই কুকুরটির শরীরে সেই চিপ ছিল না। তার মালিক তাকে পরিত্যাগ করেন বলেই প্রাথমিক ভাবে ওই অ্যানিম্যাল সেন্টার। কুকুরটি যাতে বাড়ি ফিরে যেতে না পারে, সে কারণেই চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। ও’টুলের কথায়, ‘‘যেভাবে খোলা জায়গায় কুকুরটিকে বেঁধে রাখা হয়েছিল, তাতে জল এবং খাবার না পেয়ে, বৃষ্টিতে ভিজে বা ঠান্ডায় সে মারাও যেতে পারত। মারা যেতে পারত বাচ্চাগুলোও।’’

Advertisement

আরও পড়ুন: শ্লীলতাহানি থেকে উদ্ধার করে সেই কিশোরীকেই ধর্ষণ করল পাঁচ যুবক!

ওই সেন্টারের তরফে জানানো হয়েছে, আপাতত বাচ্চাগুলি ও তাদের মা সুস্থ রয়েছে। কুকুরটির নাম রাখা হয়েছে এমা লউ। ওই ছ’টি বাচ্চার নাম রাখা হয়েছে, বিলি, রয়, ডিক্সি, ডলি, জুন ও পেস্টি।

আরও পড়ুন: ডুবে মৃত্যু যুবকের, সাহায্যের বদলে বন্ধুরা ব্যস্ত তাঁর ভিডিয়ো তুলতে!

অ্যানিম্যাল সেন্টারের টুইট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন