Couple

হাসপাতালে বিয়ে করলেন এই যুগল! কেন জানেন?

তাই সবদিক বজায় রাখতে হাসপাতালে বাবার কেবিনেই বিয়ে সারলেন যুগল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১২:৫৯
Share:

হাসপাতালে বিয়ে সারছেন যুগল। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

বিয়ে ঠিক হয়েছিল আগেই। কিন্তু বিয়ের ক’দিন আগে পাত্রের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। কিন্তু ছেলে বিয়ে করবে আর বাবা দেখতে পাবে না, এটা কী করে হয়? আবার বিয়ে পিছিয়ে দিলেও সমস্যা। তাই সবদিক বজায় রাখতে হাসপাতালে বাবার কেবিনেই বিয়ে সারলেন যুগল। বাবার প্রতি ছেলের সেই ভালবাসা দেখেই এখন মোহিত নেটিজেনরা।

Advertisement

আমেরিকার টেক্সাসের বাসিন্দা আলিয়া ও মিকেল থমসন তাঁদের বিয়ে সারলেন বেলর স্কট অ্যান্ড হোয়াইট মেডিক্যাল সেন্টারে। তবে চিরাচরিত বর-কনের পোশাক এ দিন পরেননি আলিয়া ও মিকেল। হাসপাতালের গাউন পরেই বিয়ে সেরেছেন তাঁরা। বাবার উপস্থিতিতে মিকেল এনগেজমেন্ট রিং পরিয়ে দিয়েছেন আলিয়ার হাতে। মিকেলের বাবা ছাড়া তাঁদের সেই বিয়ের সাক্ষী হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

ওই দম্পতির বিয়ে করার কথা ছিল মার্চে। কিন্তু দুই পরিবারের লোকজনের অসুস্থতার কারণে সেই বিয়ে বেশ কয়েক বার পিছিয়ে যায়। তাই এ বার হাসপাতালের কেবিনেই নিজেদের বিয়ে সারলেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: বাচ্চা নয়, মহিলার ‘বেবি বাম্প’ থেকে কী বেরলো জানেন?

আরও পড়ুন: কুকুরের ‘কথা’ বলা শেখার এই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল

হাসপাতালে বিয়ের আংটি পরে ওই যুগল। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement