Viral video

৪৭ মিনিটে ৪৭৫ ফুট! করোনা আতঙ্কের বিরুদ্ধে প্রচারে অভিনব উদ্যোগ ‘স্পাইডারম্যান’-এর

দড়ি বা অন্য কোনও উপকরণের সাহায্য ছাড়াই বিশাল উঁচু এই বিল্ডিংয়ে উঠছেন তিনি। ১৪৫ মিটার উঁচু বিল্ডিংয়ে চড়ার পর আবার নেমেও আসেন। কিন্তু নামার পরই পুলিশ তাঁকে আটক করে।

Advertisement

সংবাদ সংস্থা

বার্সেলোনা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ১১:৫৮
Share:

টোর আগবার বিল্ডিংয়ে উঠছেন অ্যালেন রবার্ট। ছবি: এএফপি।

ফের খালি হাতে বিশাল উঁচু বিল্ডিংয়ে চড়ে শিরোনামে রক ক্লাইম্বার অ্যালেন রবার্ট। তিনি এবার স্পেনের বার্সেলোনায় বিখ্যাত টোর আগবার বিল্ডিংয়ে উঠে পড়লেন। এই কাজ করে পুলিশের হাতে তাঁকে আটকও হতে হয় তাঁকে।

Advertisement

বৃহস্পতিবার টোর আগবার বিল্ডিংয়ে ওঠার ছবিও পোস্ট হয়েছে অ্যালেনের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, দড়ি বা অন্য কোনও উপকরণের সাহায্য ছাড়াই বিশাল উঁচু এই বিল্ডিংয়ে উঠছেন তিনি। ১৪৫ মিটার উঁচু বিল্ডিংয়ে চড়ার পর আবার নেমেও আসেন। কিন্তু নামার পরই পুলিশ তাঁকে আটক করে।

অ্যালেন জানিয়েছেন, তাঁর হেলমেটে লাগানো ক্যামেরার মেমরি কার্ডটি পুলিশ খুলে নিয়েছে। সেই কার্ডেই তাঁর বিল্ডিংয়ে চড়ার ভিডিয়ো রেকর্ড রয়েছে। তবে অ্যালেনের দাবি, আইনত পুলিশ এমন কাজ করতে পারে না। তাদের কার্ডটি ফেরত দিতেই হবে। পরে পুলিশ তাঁকে ছেড়েও দেয়।

Advertisement

আরও পড়ুন: ৫ বছরের বাচ্চা মেয়ের ‘মজার ফোন’ ধরিয়ে দিল মায়ের গাঁজা চাষ

দেখুন সেই পোস্ট:

Glories tower in Barcelona on purpose of # coronavirus and inviting people to think differently as fear shouldn't be more contagious than the virus itself . An operation that has been possible because of the help of @deadmansfingers

A post shared by Alain Robert (@alainrobertofficial) on

Climbing the glories tower in Barcelona and inviting people to think differently on coronavirus. As a matter of fact fear is far more contagious than the virus itself . Avoiding panic is the main priority. @deadmansfingers @challenghair.paris @zeppelinwatches @borealoutdoor #glories #barcelona #coronavirus #fear #deadly #climbers #climbingday #arampicata #klettern #bouldering #mountainclimbing #rockclimbing #climbingismypassion #fitness #fitnessgirls #bodybuilding #surfing #snowboarding

A post shared by Alain Robert (@alainrobertofficial) on

Torre agbar , this morning. Up and down . Arrested by the cops who took the sd card from my head camera. Hope I'll get it back soon as actually they were not allowed to confiscated the material . @deadmansfingers @challenghair.paris @zeppelinwatches #torreagbar #Barcelona #coronavirus #climbers #climbingday #arampicata #klettern #bouldering #mountainclimbing #rockclimbing #climbingismypassion #fitness #fitnessgirls #bodybuilding #surfing #snowboarding

A post shared by Alain Robert (@alainrobertofficial) on

অ্যালেনের দাবি, করোনাভাইরাস যতটা না বিপজ্জনক তার থেকেও বেশি বিপজ্জনক এর আতঙ্ক। আমরা এই আতঙ্ককে নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু যদি আমরা চেষ্টা করলেই তা করতে পারি। যেমন আমার এই দড়ি ছাড়াই উঁচু বিল্ডিংয়ে ওঠে, এতে মানুষ ভয় পেতে পারেন কিন্তু চেষ্টা করলেই নিরাপদে ওঠা যায় এটাই তিনি দেখাতে চেয়েছেন বলে জানান অ্যালেন।

আরও পড়ুন: পুরুষ সঙ্গী ছাড়াই তিন সন্তানের মা হল এক কমোডো ড্রাগন!

এই প্রথম নয়, এর আগেও এমন অনেক বিল্ডিংয়ে এভাবে খালি হাতে চড়েছেনবছর সাতান্নরঅ্যালেন। তাঁকে স্পাইডারম্যান বলেও ডাকেন অনেকে। বিশ্বজুড়ে এমন প্রায় ১০০টি ইমারতে চড়েছেন তিনি। যার মধ্যে বুর্জ খালিফা, আইফেল টাওয়ার, মালয়েশিয়ার পেট্রনাস টুইন টাওয়ার, সিডনির অপেরা হাউস রয়েছে। সেই তালিকায়এ বার যোগ হল টোর আগবার বিল্ডিং। এই বিল্ডিংয়ে আলোর প্রদর্শন বিশ্ব বিখ্যাত।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন