Viral video

বাইক থেকে পড়ে গাড়ি চাপা, তবু বেঁচে গেলেন মহিলা, ভাইরাল ভিডিয়ো

একটি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে ইলেক্ট্রিক বাইক। পিছনে একটি সাদা রঙের গা়ড়ি। বাইকটি রাস্তার ধার দিয়ে যাচ্ছিল। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান চালক মহিলা। পিছনে থাকা গাড়ির চালক সেটি খেয়াল করেননি। পড়ে যাওয়া মহিলার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৯:৩৮
Share:

দুর্ঘটনার কবলে মহিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

রাস্তায় বাইক থেকে পড়ে সোজা গাড়ির নীচে পৌঁছে গেলেন। এমনকি গাড়ির সামনের চাকা মহিলার উপর দিয়ে চলেও গেল। আশপাশের লোকজনের সাহায্যে কোনও রকমে রক্ষা পেলেন তিনি।

Advertisement

চিনের স্বশাসিত গুয়াংজি ঝুয়াং প্রদেশে ৬ জানুয়ারির ঘটনা। নজরদারি ক্যামেরাতে ধরা পড়েছে বিষয়টি। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে ইলেক্ট্রিক বাইক। পিছনে একটি সাদা রঙের গা়ড়ি। বাইকটি রাস্তার ধার দিয়ে যাচ্ছিল। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান চালক মহিলা। পিছনে থাকা গাড়ির চালক সেটি খেয়াল করেননি। পড়ে যাওয়া মহিলার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন।

গাড়ির সামনে চাকা মহিলার কোমরের উপর দিয়ে এমনকি, বাইকের উপর দিয়েও চলে যায়। তার পরও বেশ কিছুটা এগিয়ে যায় গাড়িটি। সম্ভবত চালক বুঝতেই পারেননি গাড়ির তলায় এক মহিলা চাপা পড়েছেন। কিছুটা এগিয়ে গেলেও মহিলা সম্ভবত গাড়ির নীচে আটকে যান। তাই পিছনের চাকার তলায় পড়তে হয়নি।

Advertisement

বিষয়টি লক্ষ করেছিলেন আশপাশের পথচারীরা। তাঁরা সঙ্গে সঙ্গে চিত্কার করে ওঠেন। তখনই গাড়িটির চালক বুঝতে পারেন, কিছু একটা অঘটন ঘটেছে। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক কষে দেন।

আরও পড়ুন: ২৪০ পরিবারকে সরিয়ে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়া হল ২টি ১৮ তলা বিল্ডিং!

ভিডিয়োটি এডিট করে প্রকাশ করা হয়েছে। সেখানে এরপর দেখা যাচ্ছে, প্রায় জনা তিরিশেক মানুষ মিলে গাড়িটিকে একদিকে হেলিয়ে ওই মহিলাকে বার করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির তলা থেকে উদ্ধার করে মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর চোট নিয়ে চিকিত্সাধীন তিনি।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement