Viral video

হাতেনাতে ‘মোবাইল চোর’ ধরে ফেললেন মহিলা, ভিডিয়ো ছড়িয়ে দিলেন টুইটারে

ভিডিয়োটি ১০ ডিসেম্বর ‘আলমা এম’ নামে টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে লেখা হয়েছে, “আজ আমার মোবাইলটি চুরি করে নিয়েছিলেন এক ব্যক্তি, তারপর আমি ফের তাঁর কাছ থেকে তা নিয়ে নিই। মহিলারা নিজেদের ব্যাগ সামলে।”

Advertisement

সংবাদ সংস্থা

জোহানেসবার্গ শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৮:২৯
Share:

মোবাইল চুরির দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। ছবি: টুইটার থেকে নেওয়া।

চোর যত চতুর, এই মহিলা তার থেকেও বেশি সতর্ক। তাই ব্যাগ থেকে মোবাইল তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চোরকে পাকড়াও করে ফললেন। ডিপার্টমেন্টাল স্টোরের সিসি ক্যামেরার সেই ফুটেজ শেয়ার করে দিলেন নিজের টুইটার অ্যাকাউন্টে।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ডিপার্টমেন্টাল স্টোরে কমলা রঙের টি-শার্ট পরে জিনসপত্রনিচ্ছেন ওই মহিলা। সেই সময় এক ব্যক্তি ও তাঁর সঙ্গে এক মহিলা পিছনে উপস্থিত হন। দেখলে মনে হবে তাঁরাও জিনিসপত্র কিনতেই এসেছেন। কিন্তু কিছুক্ষণ পরেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। কমলা রঙের টি-শার্ট পরা ওই মহিলা ঘুরে দাঁড়িয়ে সেই ব্যক্তির হাত থেকে মোবাইল কেড়ে নেন।

ভিডিয়োটি ১০ ডিসেম্বর ‘আলমা এম’ নামে টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে লেখা হয়েছে, “আজ আমার মোবাইলটি চুরি করে নিয়েছিলেন এক ব্যক্তি, তারপর আমি ফের তাঁর কাছ থেকে তা নিয়ে নিই। মহিলারা নিজেদের ব্যাগ সামলে।”

Advertisement

ভিডিয়োটি একবার দেখলে ওই ব্যক্তির ‘হাতের কাজ’সহজে বোঝা যাবে না। কিন্তু দ্বিতীয়বার খুঁটিয়ে দেখলে বোঝা যাবেকমলা রঙের টি-শার্ট পরা মহিলাকে পেরিয়ে যাওয়ার সময় ব্যাগ থেকে মোবাইলটি তুলে নেন ওই ব্যক্তি। আর সঙ্গী মহিলাকে পাচার করে দিতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই ফোনের মালকিন তাঁদের ধরে ফেলেন।

ভিডিয়োটি এখানেই শেষ নয়, অভিযুক্ত ব্যক্তি ও মহিলা যে একই সঙ্গে এই কাজ সারতে এসেছিলেন তা আরও ভাল বোঝা যায়, ভিডিয়োর পরের অংশটি দেখলে।

আরও পড়ুন: কাশ্মীর নয়, রাজস্থানের বিস্তীর্ণ এলাকা ঢেকে গেল পুরু বরফের চাদরে

মোবাইলের মালকিন, অভিযুক্তদের কার পার্কিং এলাকা পর্যন্ত ধাওয়া করেন। সেখানে দেখা যায়, গাড়ির মধ্যে এক ব্যক্তি বসে রয়েছেন, যাঁকে ক্যামেরায় ভাল করে ধরার চেষ্টা করছেন মোবাইলের মালকিন। কিন্তু গাড়ির কাচ দিয়ে ভাল করে তাঁর মুখ দেখা যাচ্ছে না। আর অভিযুক্ত মহিলা গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকছেন। তাঁরা দু’জনে এই গাড়িতে এসেছিলেন আবার মোবাইল চুরিতে বিফল হয়ে ফিরে যাচ্ছেন একই সঙ্গে।

এটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ঘটনা। ভিডিয়োটি ইতিমধ্যেই দু’ লক্ষ ৫৮ হাজারের বেশি বার দেখা হয়েছে টুইটারে।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন