China

করোনার কবল থেকে মেয়েদের বাঁচাতে তাঁবু বানালেন মা, দেখুন ভিডিয়ো

এ বার মেয়েদের নিরাপদে পড়াশোনার জন্য ‘অ্যান্টি করোনাভাইরাস’ তাঁবু  বানালেন হুবেই প্রদেশের এক মহিলা।  

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:০০
Share:

করোনাভাইরাস থেকে বাঁচতে তাঁবু। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস চিনে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। লক্ষাধিক সংক্রমণের পাশাপাশি দু’হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। করোনা সংক্রমণ এড়ানোর জন্য সেখানকার বাসিন্দারা যে যেমন পারছেন তেমন করে সুরক্ষিত থাকার চেষ্টা করছেন। করোনাভাইরাস ছোবল থেকে বাঁচতে আদ্যোপান্ত জিরাফের পোশাকে ঢেকে হাসপাতালে ওষুধ নিতে আসতে দেখা গিয়েছিল এক মহিলাকে। এ বার মেয়েদের নিরাপদে পড়াশোনার জন্য ‘অ্যান্টি করোনাভাইরাস’ তাঁবু বানালেন হুবেই প্রদেশের এক মহিলা।

Advertisement

হুবেই প্রদেশের ওই মহিলার মেয়েদের স্কুল বন্ধ। ঘরে বসেই অনলাইনে ক্লাস করতে হচ্ছে তাদের। কিন্তু ঘরের মধ্যে ইন্টারনেট যোগাযোগ ভাল না হওয়ায় ঘরের বাইরে এসে ক্লাস করতে হচ্ছে। সে জন্যই তাদের মা বানিয়েছেন অ্যান্টি করোনাভাইরাস তাঁবু। যার মধ্যে বসে অনলাইনে ক্লাস করছে ওই দুই খুদে।

বাঁশ, প্লাস্টিক দিয়ে সেই তাঁবু বানিয়েছেন ওই মহিলা। দেখুন কী ভাবে ওই তাঁবুর মধ্যে ক্লাস করছে দুই পড়ুয়া—

Advertisement

আরও পড়ুন: নগ্ন হয়ে ঘর মুছে দিয়ে যাবেন মহিলা, খরচ পড়বে ঘণ্টায় প্রায় ৯ হাজার!

আরও পড়ুন: ৭০ বছর পর ফের এই পরজীবীর আতঙ্কে ফ্রান্সে, প্রচারে নামতে হল সরকারকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement