Animals

ভাইয়ের খাবার খেয়ে অনুতপ্ত দাদা, গলা জড়িয়ে দুঃখপ্রকাশ সারমেয়র, ভাইরাল ভিডিয়ো

যার সাম্প্রতিক নমুনা ইনস্টাগ্রামে বিখ্যাত হওয়া দুই কুকুর ভাই। তাদের একজনের নাম ওয়াল্টার। অন্যজন কিকো। এই দুই ভাইয়ের কাণ্ড দেখে আপাতত হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ১১:৪৮
Share:

ভুল করার পর কিকোকে জড়িয়ে ধরে সরি বলছে ওয়াল্টার। ছবি ইনস্টাগ্রাম ভিডিয়োর দৃশ্য।

কোনও ভুল করলে সরি বলার প্রবণতা শুধু মানুষের নয়। পশু-পাখিদের মধ্যেও এই দুঃখপ্রকাশের প্রবণতা বেশ লক্ষ্য করা যায়। তারা হয়ত মুখে সরি বলতে পারে না। কিন্তু ভুল করার অনুতাপ যে ভাবে তারা প্রকাশ করে তা সরি বলারই সমান। যার সাম্প্রতিক নমুনা ইনস্টাগ্রামে বিখ্যাত হওয়া দুই কুকুর ভাই। তাদের একজনের নাম ওয়াল্টার। অন্যজন কিকো। এই দুই ভাইয়ের কাণ্ড দেখে আপাতত হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, ভাই কিকো-র গলা জড়িয়ে তাকে সরি বলছে ওয়াল্টার। এমন সুন্দর মুহূর্তের ভিডিয়ো তুলে রেখেছেন তাঁদের মানুষ মা অর্থাৎ তাদের পালিকা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা ধবধবে ওয়াল্টার একটু হতাশ হয়ে কার্পেটে শুয়ে রয়েছে। এ দিক ওদিকে সে তাকাচ্ছে। কিন্তু চোখে-মুখে কেমন যেন একটা অপরাধীর ভাব। যেন জেনেবুঝে একখানা অন্যায় করে ফেলেছে সে। খানিক বাদেই শোনা যায় ওয়াল্টারের মায়ের গম্ভীর গলা।

ওই মহিলাকে একটু ধমকেই ওয়াল্টারের উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুমি কিকো-র খাবার খেয়ে নিয়েছ? যাও ভাইকে সরি বলো। এর মধ্যেই ভিডিয়োতে দেখা যায় ব্রাউন কালারের কিকোকে।ঝলমলে লোমওয়ালা কিকোর চোখে-মুখে সে কী হাসি। ভাবখানা এমন, ‘বেশ হয়েছে মা তোকে বকেছে। কী মজা কী মজা। এ বার বোঝ ঠ্যালা।’

Advertisement

মায়ের বকুনি খেয়েই উঠে দাঁড়ায় ওয়াল্টার। তার পর গুটি গুটি পায়ে এগিয়ে আসে কিকোর দিকে। কিকোর পাশে এসে সামনের দু’পা দিয়ে তার গলা জড়িয়ে ধরে ওয়াল্টার। তারপর ভাইয়ের মাথায় নিজের মাথা রেখে ওয়াল্টারের সে কী আদর। এই আদরের মাধ্যমে সে যেনবলছে,‘সরি ভাই। তোর খাবারটা খেয়ে ফেলেছি রে। তা বলে তোকে কিন্তু আমি মোটেও কম ভালোবাসি না।’

ওয়াল্টার-কিকোর এই কাণ্ড দেখেই হাসিতে লুটিয়ে পড়েছে নেট দুনিয়া। ওয়াল্টার-কিকোর কীর্তি এখন ভাইরাল ইনস্টাগ্রামে। দেখুন রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়া এই সারমেয়দের ভিডিয়ো-

A post shared by ᴡᴀᴛsᴏɴ ᴀɴᴅ ᴋɪᴋᴏ (@wat.ki) on

আরও পড়ুন: বাইকে চড়ছে গরু! ভিডিয়ো ভাইরাল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement