Viral video

দু’কিমি উঁচুতে উঠল ধোঁয়া, ফের অগ্নুত্পাত শুরু স্ট্রমবলির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

এই এলাকায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এবারও কেউ কেউ বোট নিয়ে নিরাপদ দূরত্ব থেকেস্ট্রমবলির অগ্নুত্পাতের ছবি তুলতে পৌঁছে যান। তাঁরা সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মিলান, ইতালি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১৪:১৬
Share:

ইতালির স্ট্রমবলি আগ্নেয়গিরির অগ্নুত্পাত। ছবি: টুইটার থেকে নেওয়া।

দু’ মাসের মধ্যে ফের অগ্নুত্পাত শুরু হল ইতালির স্ট্রমবলি আগ্নেয়গিরিতে। এর আগে জুলাই মাসে জেগে উঠেছিল। তারপর ফের বুধবার জেগে উঠল আগ্নেয়গিরিটি। অনেকেই অগ্নুত্পাত দেখতে নিরাপদ দূরত্বে ভীড় জমান। এবারের অগ্নুত্পাতে হাতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

দক্ষিণ ইতালির সিসিলিয়ান উপকূলে অবস্থিত স্ট্রমবলি আগ্নেয়গিরি। গত মাসের ৩ তারিখ অগ্নুত্পাত শুরু করে। সেই সময় পাহাড়ে উঠেছিলেন কয়েকজন। অগ্নুত্পাতের মধ্যে পড়ে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। অগ্নুত্পাত শুরুর পরেই খালি করে দেওয়া হয় এলাকা।

জুলাই মাসের অগ্নুত্পাত থেমে যাওয়ার পর ফের এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তুজুলাইয়ের পরফের ২৮ অগস্ট বুধবার আগুন উগরে দিতে শুরু করলস্ট্রমবলি। প্রায় দু’ কিলোমিটার উঁচু পর্যন্ত ধোঁয়া উঠতে দেখা যায়। গোটা এলাকা অগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন : বিপুল বকেয়া, কেটে দেওয়া হল ইমরানের অফিসের বিদ্যুত্ সংযোগ!

আরও পড়ুন : পা চাপড়ে স্ত্রীকে ডাকলেন ট্রাম্প, সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ!

এই এলাকায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এবারও কেউ কেউ বোট নিয়ে নিরাপদ দূরত্ব থেকেস্ট্রমবলির অগ্নুত্পাতের ছবি তুলতে পৌঁছে যান। তাঁরা সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন।

Eruzione vulcano di Stromboli ore 12:17.. sopravvissuti per miracolo 🌋 momenti di panico @lauracrucilla @alessandracrucilla @umbertodazzo

A post shared by Elena Schiera 🌟🧡🦒 (@elena_schiera21) on

আগ্নুত্পাত শুরুর পরেই ব্যক্তিগত সব বোট ও সমুদ্র বিমানগুলি এলাকা থেকে সরিয়ে নিতে বলে প্রশাসন। প্রশাসনের তরফে অগ্নুত্পাতের দিকে নজর রাখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন