Michael Jackson

এমজেকে নকল করে চমকে দিল এই খুদে!

বাচ্চাটির নাচের সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করে তার দিদি। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ডেনভার শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ১৪:৫৯
Share:

এই বাচ্চাটিই মাইকেল জ্যাকসনকে নকল করে চমকে দিয়েছে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মাইকেল জ্যাকসন, ‘কিং অব পপ’। ১০ বছর আগে প্রয়াত হলেও তাঁর নাচে এখনও মোহিত বিশ্ববাসী। সম্প্রতি টিভিতে তাঁর নাচের একটি ভিডিয়ো চলছিল। তা দেখেই জ্যাকসনের নাচের স্টাইল নকল করছিল এক খুদে। বাচ্চাটির নাচের সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করে তার দিদি। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement

ওই ভিডিয়ো সম্প্রতি আপলোড করে বাচ্চাটির দিদি কেলি লিখছেন, ‘আমার ভাই নিজেকে মাইকেল জ্যাকসন মনে করে। সে জন্য ম্যাচিং করে জ্যাকেটও পরেছে।’ প্রায় ৭৮ হাজার ইউজার রিটুইট করেছে সেই ভিডিয়ো।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাইকেল জ্যাকসনের নাচের স্টেপ দেখে তা নকল করার চেষ্টা করছে বাচ্চাটি। নকলটা বেশ সুন্দর ভাবেই করছে সে।

Advertisement

তবে ওই বাচ্চাটি কোথাকার, তার নাম, বয়স— ইত্যাদি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘দু’পক্ষ বসেই কাশ্মীর সমস্যা মেটান’, ইমরানকে ফোনে বললেন ট্রাম্প

আরও পড়ুন: টিকটক বানাচ্ছেন বাবা-মা! নকল করতে গিয়ে ৩ বছরের শিশুর কাণ্ড দেখুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন