Viral Video

সোশ্যাল মিডিয়ায় সুন্দর ছবি পোস্ট করতে চান? আপনার জন্য অপেক্ষা করছে এই রেস্তরাঁ

সুন্দর আদুরে পোষ্যগুলি আপনার খাবার টেবিলেই বসে থাকবে। আর এদের যা রূপ তাতে আপনি এদের সঙ্গে সেলফি না তুলে থাকতে পারবেন না। এরাও শান্ত ভাবে আপনার সঙ্গে ছবি তুলবে। এই দুধের মতো ধপধপে পোষ্যগুলি আসলে চারটি সাদা হাঁস।

Advertisement

সংবাদ সংস্থা

চেংদু, চিন শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৯
Share:

রেস্তরাঁয় হাঁসের সঙ্গে। ছবি : টুইটার থেকে নেওয়া।

কোনও ভাল রেস্তরাঁয় একা বা দল বেঁধে খাবার খেতে গেলে ছবি, সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটাই এখন ট্রেন্ড। সেই প্রবণতাকে আরও উত্সাহ যোগাচ্ছে চিনের দক্ষিণ-পশ্চিমের শহর চেংদুর একটি রেস্তরাঁ। নাম ‘হে! উই গো’। এই রেস্তরাঁর মূল আকর্ষণ কয়েকটি দুধ সাদা পোষ্য।

Advertisement

এই সুন্দর আদুরে পোষ্যগুলি আপনার খাবার টেবিলেই বসে থাকবে। আর এদের যা রূপ তাতে আপনি এদের সঙ্গে সেলফি না তুলে থাকতে পারবেন না। এরাও শান্ত ভাবে আপনার সঙ্গে ছবি তুলবে। এই দুধের মতো ধপধপে পোষ্যগুলি আসলে চারটি সাদা হাঁস। আর সেগুলিকে আপনি চাইলেই আদর করতে পারেন। তারাও চোখ বন্ধ করে আরাম করে আদর খেয়ে যাবে।

হাঁসগুলি ইউরোপ থেকে আনা বলে জানিয়েছেন রেস্তরাঁর অন্যতম মালিক লু ইয়োচি (২৬)। লুয়ের সঙ্গে আরও তিন জন মিলে এই রেস্তরাঁ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, এই হাঁসগুলি গৃহপালিত প্রজাতির। এক একটির দাম পড়ে প্রায় ১৪০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা)। আর কোনও ক্রেতা ৭৮ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৭৮৫ টাকা) খরচ করে এই হাঁসগুলির সঙ্গে সর্বাধিক ৯০ মিনিট কাটাতে পারবেন।

Advertisement

আরও পড়ুন : বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকার গুপ্তধন, কিন্তু কপালে সইল না সুখ!

আরও পড়ুন : জরিমানা থেকে বাঁচতে বাইকে আগুনই দিয়ে দিলেন এক ব্যক্তি!

সোশ্যাল মিডিয়ায় এখন এই হাঁসগুলি ও তাদের সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়ে গিয়েছে। রেস্তরাঁর মালিক লু দাবি করেছেন, “সবাই হাঁস ভালবাসেন, তাই তাদের সঙ্গে সময় কাটাতে বা ছবি তুলতেও ক্রেতারা এই রেস্তরাঁয় আসছেন।”

I melt for her😭, so cute! Duck cafe is the best! I queued 3 hours to get in, but worth it! #duckcafe #chengdu #callduck #cuteducks #cuteduck #cafe #animalcafe #China #callducks

A post shared by Qiao Wei (@vickyendangered) on

শুধু চারটি হাঁসই নয়, এই রেস্তরাঁয় এসেছে দুই নতুন আকর্ষণ। আনা হয়েছে, দু’টি ছোট প্রজাতির শুকর যাদের বলা হয় ‘টি-কাপ পিগ’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন