Coronavirus

করোনা লকডাউনে স্পেনের রাস্তায় দেখা গেল ‘ডাইনোসর’!

এই পরিস্থিতিতে স্পেনের মার্সিয়ার রাস্তায় গুটি গুটি পায়ে ঘুরতে দেখা গেল একটি ‘ডাইনোসর’কে।

Advertisement

সংবাদ সংস্থা

মাদ্রিদ শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১১:১৪
Share:

স্পেনের রাস্তায় ‘ডাইনোসর’! ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনভাইরাসের জেরে ‌‌‌‌স্তব্ধ ইউরোপের অধিকাংশ দেশ। সংক্রমণ এড়াতে ঘর বন্দি থাকছেন সেখানকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে স্পেনের মার্সিয়ার রাস্তায় গুটি গুটি পায়ে ঘুরতে দেখা গেল একটি ‘ডাইনোসর’কে। তাকে দেখে পথ রুখল পুলিশ!

Advertisement

এই ঘটনার ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছে মার্সিয়া পুলিশ। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৫০ লক্ষ বারের কাছাকাছি। সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে, ‘জুরাসিক পার্ক’ ছবির মিউজিকও।

আসলে মার্সিয়ার রাস্তায় ঘুরে বেড়ানো ডাইনোসর একজন মানুষ। করোনাভাইরাস থেকে বাঁচতে ডাইনোসরের পোশাক পরে রাস্তায় ঘুরছিলেন তিনি। তাকে দেখে পুলিশ সতর্ক করে। বাড়ি চলে যেতে বলে। এই পোশাক নিয়ে জানানো হয়েছে, এই ধরনের পোশাক করোনাভাইরাস রুখতে সক্ষম নয়। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

যদিও করোনার আতঙ্কে প্রাণীর পোশাক পরে রাস্তায় বেড়ানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে চিনের এক মহিলা হাসপাতালে গিয়েছিলেন জিরাফের পোশাক পরে।

আরও পড়ুন: বজ্রপাতে ভীত সারমেয়কে শিশুর সান্ত্বনা মন গলাল নেটদুনিয়ার

আরও পড়ুন: করোনাভাইরাস চ্যালেঞ্জ নিয়ে বিমানের কমোড চাটলেন টিকটক স্টার!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন