নির্বাচন হ্যাকিংয়েও জড়িয়ে গেল পুতিনের নাম

হ্যাকিংয়ের অভিযোগ আগেই উঠেছিল। এ বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হ্যাকিং-অভিযোগে নাম জড়িয়ে গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের!

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৬
Share:

হ্যাকিংয়ের অভিযোগ আগেই উঠেছিল। এ বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হ্যাকিং-অভিযোগে নাম জড়িয়ে গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের!

Advertisement

মার্কিন গোয়েন্দাদের দাবি, শুধু নির্বাচনে হ্যাকিংয়ের নির্দেশ দিয়েই রণে ভঙ্গ দেননি পুতিন। সেই হ্যাকিং প্রক্রিয়া তিনি ব্যক্তিগত ভাবে নিয়ন্ত্রণ করেছেন! মার্কিন গোয়েন্দা দফতরের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে সম্প্রতি এই তথ্যই প্রকাশ করেছে আমেরিকার একটি সংবাদমাধ্যম। মার্কিন নির্বাচনের প্রচারপর্বেই ডেমোক্র্যাট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনকে বিঁধে একাধিক বার তোপ দেগেছেন পুতিন। কোনও পরিস্থিতিতেই যে আমেরিকার মসনদে হিলারিকে বরদাস্ত করবে না রাশিয়া, বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রকাশ্যেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন করেছেন। হিলারি জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধানোর কথা বলতেও কসুর করেননি তিনি!

মার্কিন গোয়েন্দাদের মতে, প্রথম দিকে স্রেফ হিলারির বিরুদ্ধে দাঁড়াতে চাইলেও পরে দুর্নীতি এবং রাষ্ট্রনেতার যোগ্যতা ও ভাবমূর্তির প্রশ্নে সরব হন পুতিন। ই-মেল সার্ভার কাণ্ডে হিলারিকে এফবিআই ক্লিনচিট দিলেও অবস্থানে অনড়ই থেকেছেন পুতিন। সিআইএ-র দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতেই এই হ্যাকিংয়ে সামিল হন রুশ প্রেসিডেন্ট।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন