International News

ফুঁসে উঠছে আগ্নেয়গিরি, বালিতে বিপদ সংকেত

বালির পূর্ব প্রান্তে ৯ হাজার ৮০০ ফুট উচ্চতার মাউন্ট আগুং আগ্নেয়গিরি এর আগে ভয়াবহ ভাবে লাভা উদগীরণ করেছিল ১৯৬৩ সালে। তাতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ধূলিসাৎ হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম।

Advertisement

সংবাদ সংস্থা

বালি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১৫:২৫
Share:

জেগে উঠেছে বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি। ছবি: রয়টার্স

আবার জেগে উঠেছে বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি। তার জ্বালামুখ থেকে গলগল করে বেরচ্ছে ধোঁয়া। ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কোনও মুহূর্তে জ্বালামুখ থেকে বেরিয়ে আসা লাভাস্রোত ছড়িয়ে পড়তে পারে আশপাশের বিস্তীর্ণ এলাকায়। আগ্নেয়গিরি জেগে ওঠার শব্দ, যতই দুর্বল হোক, শোনা যেতে পারে ১২ কিলোমিটার দূরের এলাকাতেও। তাই মাউন্ট আগুং আগ্নেয়গিরির ৮ থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পড়া এলাকাগুলি থেকে এখনই বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

Advertisement

আরও পড়ুন- তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন পাক আইনমন্ত্রী

বালির পূর্ব প্রান্তে ৯ হাজার ৮০০ ফুট উচ্চতার মাউন্ট আগুং আগ্নেয়গিরি এর আগে ভয়াবহ ভাবে লাভা উদগীরণ করেছিল ১৯৬৩ সালে। তাতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ধূলিসাৎ হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম।

Advertisement

আরও পড়ুন- ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান, নিহত ১০

বিপদ আঁচ করে ২৪ ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বালি বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৪৪৫টি বিমান। জেগে ওঠা আগ্নেয়গিরি থেকে গরম ছাই ভেসে আসছে বলে বালি বিমানবন্দর থেকে কম করে ৬০ হাজার মানুষের বিমানযাত্রা বাতিল হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন