ছবি: সংগৃহীত।
টাইটানিক দেখতে যাবেন? না, কেট আর লিওনার্দো অভিনীত ছবিটার কথা কিন্তু বলছি না! ১৯১২-তে হিমশৈলের আঘাতে অতলান্তিকের অতলে হারিয়ে যাওয়া সত্যিকারের টাইটানিকের কথাই বলছি।
বিশ্বাস হচ্ছে না তো?
বিষয়টা একটু খোলসা করে বলাই যাক তবে।
আজ থেকে প্রায় ৩২ বছর আগে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন রবার্ট বালার্ড ও তাঁর দল। বিংশ শতাব্দীতে হারিয়ে যাওয়া বিশ্বের অন্যতম বিলাসবহুল জাহাজ টাইটানিক চাক্ষুষ দেখার আয়োজন করেছে ব্লু মার্বেল প্রাইভেট নামে একটি ভ্রমণ সংস্থা।
আরও পড়ুন: ‘তুমি এ দেশের নয়, ফিরে যাও’, আমেরিকায় হেনস্থার শিকার শিখ মহিলা
ব্লু মার্বেল প্রাইভেট-এর সঙ্গে ওসেনগেট এক্সপেডিশন যৌথ উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করছে।
এই ভ্রমণের জন্য মাথাপিছু কত খরচ জানেন?
উদ্যোক্তারা জানাচ্ছেন, টাইটানিক দেখতে যাওয়ার জন্য এক জনকে খরচ করতে হবে ১০৫,১২৯ ডলার। প্রথম দফা ইতিমধ্যেই বুকিং হয়ে গিয়েছে বলে ভ্রমণ সংস্থাটি জানিয়েছে।