International News

আর এক ভ্রমণকেন্দ্র হতে চলেছে টাইটানিক!

টাইটানিক দেখতে যাবেন? না, কেট আর লিওনার্দো অভিনীত ছবিটার কথা কিন্তু বলছি না! ১৯১২-তে হিমশৈলের আঘাতে অতলান্তিকের অতলে হারিয়ে যাওয়া সত্যিকারের টাইটানিকের কথাই বলছি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৭:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

টাইটানিক দেখতে যাবেন? না, কেট আর লিওনার্দো অভিনীত ছবিটার কথা কিন্তু বলছি না! ১৯১২-তে হিমশৈলের আঘাতে অতলান্তিকের অতলে হারিয়ে যাওয়া সত্যিকারের টাইটানিকের কথাই বলছি।

Advertisement

বিশ্বাস হচ্ছে না তো?

বিষয়টা একটু খোলসা করে বলাই যাক তবে।

Advertisement

আজ থেকে প্রায় ৩২ বছর আগে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন রবার্ট বালার্ড ও তাঁর দল। বিংশ শতাব্দীতে হারিয়ে যাওয়া বিশ্বের অন্যতম বিলাসবহুল জাহাজ টাইটানিক চাক্ষুষ দেখার আয়োজন করেছে ব্লু মার্বেল প্রাইভেট নামে একটি ভ্রমণ সংস্থা।

আরও পড়ুন: ‘তুমি এ দেশের নয়, ফিরে যাও’, আমেরিকায় হেনস্থার শিকার শিখ মহিলা

ব্লু মার্বেল প্রাইভেট-এর সঙ্গে ওসেনগেট এক্সপেডিশন যৌথ উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করছে।

এই ভ্রমণের জন্য মাথাপিছু কত খরচ জানেন?

উদ্যোক্তারা জানাচ্ছেন, টাইটানিক দেখতে যাওয়ার জন্য এক জনকে খরচ করতে হবে ১০৫,১২৯ ডলার। প্রথম দফা ইতিমধ্যেই বুকিং হয়ে গিয়েছে বলে ভ্রমণ সংস্থাটি জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement