International news

হিংস্র কুমিরকে সহজেই বাগে আনলেন পুলিশকর্মী, দেখুন ভিডিও

নিজের জ্যাকেট খুলে তার চোখে চাপা দিয়ে দেন। কুমির আস্তে আস্তে শান্ত হলে চার পা বেঁধে গাড়ির পিছনের সিটে চাপিয়ে জঙ্গলে ছেড়ে দেন আলফ্রেডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১২:২৭
Share:

প্রতীকী ছবি।

৬ ফুটের কুমিরটা ফ্লোরিডার বইনটন বিচের বাসিন্দাদের কাছে আতঙ্ক হয়ে উঠেছিল। মাঝে মধ্যেই খাবারের সন্ধানে বাড়িতে ঢুকে পড়ছিল। ধরা মাত্রই তাকে মেরে ফেলা হবে বলে সাফ ঘোষণা করে দেয় ফ্লোরিডার মৎস্য এবং বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন। বন্যপ্রাণকে বাঁচাকে তাই জীবনের ঝুঁকি সত্ত্বেও নিজের কাজের বাইরে গিয়ে কুমিরটাকে উদ্ধার করলেন ফ্লোরিডার বইনটন বিচ পুলিশের অফিসার আলফ্রেডো ভার্গাস।

Advertisement

সম্প্রতি এক ব্যক্তি ফ্লোরিডা পুলিশে ফোন করে খবর দেন, তাঁর বাড়ির বারান্দায় কুমিরটি ঢুকে পড়েছে। খবর পেয়ে সেই বাড়িতে রওনা দেয় পুলিশ। মৎস্য এবং বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন এবং কুমির ধরতে পারদর্শী এক ব্যক্তিকেও খবর দিয়ে দেয় ফ্লোরিডা পুলিশ।

আলফ্রেডো জানান, বাড়িটায় পৌঁছনোর পর বেশ কিছু ক্ষণ অপেক্ষা করা হয়। তারপর জানা যায়, কুমির ধরতে পারদর্শী লোকটির পৌঁছতে দেরি হবে। এরপর আর দেরি করেননি আলফ্রেডো। স্টিকে লাগানো ফাঁস দিয়ে কুমীরের চোয়াল বেঁধে ফেলেন। তারপর নিজের জ্যাকেট খুলে তার চোখে চাপা দিয়ে দেন। কুমির আস্তে আস্তে শান্ত হলে চার পা বেঁধে গাড়ির পিছনের সিটে চাপিয়ে জঙ্গলে ছেড়ে দেন আলফ্রেডো।

Advertisement

আরও পড়ুন: মাতৃগর্ভেই হার্ট সার্জারি, নজির গড়লেন কানাডার চিকিৎসকেরা

আর অফিসার আলফ্রেডো?

সহকর্মীদের কাছে তিনি এখন অ্যালিগেটর কুস্তিগীর।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন