Indonesia

মোবাইলের পাসওয়ার্ড দেননি, রাগে স্বামীর গায়ে আগুন ধরিয়ে দিলেন স্ত্রী

মোবাইল ফোনের পাসওয়ার্ড না বলার জন্য স্বামীর গায়ে আগুন লাগিয়ে দিলেন তাঁর স্ত্রী! গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দু’দিন চিকিৎসার পরে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গারা প্রদেশের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪১
Share:

গ্রাফিক: তিয়াসা দাস

মোবাইল ফোনের পাসওয়ার্ড না বলার জন্য স্বামীর গায়ে আগুন লাগিয়ে দিলেন তাঁর স্ত্রী! গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দু’দিন চিকিৎসার পরে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গারা প্রদেশের।

Advertisement

ওয়েস্ট নুসা তেঙ্গারার ইস্ট লম্বোক পুলিশের পক্ষে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, দেদি পুর্নামা নামের ২৬ বছর বয়সী সেই ব্যক্তির সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর স্ত্রী ২৫ বছরের ইলহাম কাহইয়ানির। ইন্দোনেশিয়ার সংবাদমাদ্যমের মতে গত শনিবার যখন দেদি বাড়ির ছাদের টাইলস মেরামত করছিলেন, তখন তাঁর মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চান ইলহাম। ব্যস্ত থাকায় দেদি পাসওয়ার্ড না বলতে পারলে হঠাৎই কটূকথা শুরু করেন তাঁর স্ত্রী। ঝগড়া চরমে উঠলে হঠাৎই এক সময় স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ইলহাম!

যদিও ইলহাম পুলিশের কাছে দাবি করেছেন যে, ঝগড়ার সময় দেদি ছাদ থেকে নীচে এসে তাঁর গায়ে হাত তুলেছিলেন। তখনই মাথা ঠিক রাখতে না পেরে এই কাজ করে বসেছিলেন তিনি। স্বামীর গায়ে পেট্রোল ছুঁড়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে হাসপাতালে নেওয়া হলে দেখা যায় গুরুতর ভাবে পুড়ে গেছে তাঁর শরীরের উপরিভাগ। দু’দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

Advertisement

আপাতত ইলহামকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। শুরু করা হয়েছে এই ঘটনার তদন্তও।

আরও পড়ুন: কলম্বিয়ার পুলিশ স্কুলে গাড়িবোমা হানা, হত ২১

আরও পড়ুন: ন্যান্সির সফর বাতিল, ট্রাম্প কি ঠান্ডা যুদ্ধে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement