আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপূর্ব কানাডার অ্যালবার্টার জঙ্গলে আগুন আরও দ্বিগুণ আকারে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা কানাডার প্রশাসনের। ঝোড়ো হাওয়া আর জঙ্গলের শুকনো পাতা এর জন্য দায়ী বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এক আধিকারিকের মতে, ফোর্ট ম্যাক মুরে শহরের উত্তর-পূর্বের প্রত্যন্ত ঘন জঙ্গলেই আগুন ছড়িয়ে পড়ার ভয় বেশি। ইতিমধ্যেই আশি হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে রবিবার-সোমবার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেননি দাবানল প্রতিরোধকারী কর্তৃপক্ষ।