South Korea Incident

‘ভাইরাল’ ভিডিয়ো দেখে আরশোলা মারতে গিয়ে ভুল করে ‘খুন’ প্রতিবেশীকেই! দক্ষিণ কোরিয়ার ঘটনায় চাঞ্চল্য

ওই বহুতল আবাসনের একতলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। উপরের তলাগুলিতে ৩০টিরও বেশি পরিবারের বাস। ফলে ঘটনায় বেশ কয়েকজন বাসিন্দা জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৬:১৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আরশোলা মারতে গিয়ে ভুল করে প্রতিবেশী এক মহিলাকে ‘খুন’ করে বসলেন তরুণী! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার ওসানে। ঘটনায় ৩০ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন।

Advertisement

সংবাদমাধ্যম বিবিসি-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমের একটি ভিডিয়োর অনুকরণে লাইটার এবং দাহ্য স্প্রে দিয়ে আরশোলা মারার চেষ্টা করছিলেন ওই তরুণী। তখনই কোনও ভাবে নিজের অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে ফেলেন তিনি। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় প্রতিবেশী এক চিনা মহিলার। নিহত মহিলা তাঁর স্বামী ও দু’মাসের সন্তানকে নিয়ে আবাসনের পঞ্চম তলায় থাকতেন। আগুনে মহিলার স্বামীও কিছুটা পুড়ে গিয়েছেন। তবে ঘরে আগুন লাগার পরেই দম্পতি তাঁদের শিশুটিকে জানালা দিয়ে পাশের ব্লকের এক প্রতিবেশীর হাতে তুলে দেন। বিবিসি-র প্রতিবেদন সূত্রে খবর, দুর্ঘটনার পরেও অক্ষত রয়েছে শিশুটি।

জানা গিয়েছে, ওই বহুতল আবাসনের একতলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। উপরের তলাগুলিতে ৩০টিরও বেশি পরিবারের বাস। ফলে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাসিন্দা জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু এবং অগ্নিসংযোগের মতো একাধিক অভিযোগে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement