Iphone Seven

ফ্ল্যাট কিনতে ২০টা প্রেম চিনা তরুণীর, কেন জানেন?

কেউ তাঁকে নিয়ে উপহাস করছে। কেউ বা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে নিয়ে নানা গল্প ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, তাঁকে নিয়ে হ্যাস ট্যাগ (ইংরেজিতে যার মানে ’২০ মোবাইল ফর আ হাউজ’) প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ ব্যবহার করেছেন। তাও আবার রাতারাতি। এ বার নিশ্চই অবাক হচ্ছেন, কে তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ১৮:২১
Share:

কেউ তাঁকে নিয়ে উপহাস করছে। কেউ বা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে নিয়ে নানা গল্প ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

এমনকী, তাঁকে নিয়ে হ্যাস ট্যাগ (ইংরেজিতে যার মানে ’২০ মোবাইল ফর আ হাউজ’) প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ ব্যবহার করেছেন। তাও আবার রাতারাতি। এ বার নিশ্চই অবাক হচ্ছেন, কে তিনি? বা কী কারণে তাঁকে নিয়ে এত হইচই। চিনের সেই ‘বিস্ময়’ মহিলার নাম সিয়াওলি। তরুণ মজুমদারের ‘ঠগিনি’ সিনেমায় যেমন করবীকে দেখা গিয়েছিল একাধিক বিয়ে করে বাসর ঘর থেকে গা ভর্তি গয়না নিয়ে চম্পট দিতে, ঠিক তেমনই সিয়াওলি একাধিক বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করেছেন। তাঁদের কাছে আবদার করেছেন সদ্য বাজারে আসা আইফোন সেভেন। প্রেমে হাবুডুবু খাওয়া বয়ফ্রেন্ডরা যেন চাঁদ ধরে আনার মতো এক লহমায় পূরণ করেছেন প্রেমিকার স্বাদও। সেই আইফোন নিয়ে করলেন শুনলে অবাক হবেন।

চিনে আইফোন সেভেনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। আজ অবধি সিয়াওলি ২০ জনের সঙ্গে প্রেম করেছেন। প্রত্যেকের কাছ থেকে পাওয়া আইফোন সেভেন বিক্রি করে নতুন ফ্ল্যাট বুক করেন সিয়াওলি। তাঁর এই ফন্দি ফাঁস করেন প্রাউড কিয়াওবা নামে এক ব্লগার। তিয়ান ইয়া ই দু নামে চিনা ওয়েবসাইট প্ল্যাটফর্মে তিনি লেখেন, গার্লফ্রেন্ডকে আইফোন সেভেন দিয়ে তাঁর এক বন্ধু প্রতারিত হয়েছে। তিনি আরও জানান, ঘরেতে বৃদ্ধ বাবা মা। সংসারে পুরো দায়িত্ব তাঁর কাঁধে। আর্থিক কষ্টে থাকা পরিবারকে বাঁচাতে সিয়াওলি এমন কাজ করেছেন।

Advertisement

পরিবারকে বাঁচাতে তাঁর অভিনব ফন্দি শুনে সোশ্যাল মিডিয়া মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সিয়াওলি। কেউ তাঁকে ‘চোর’ বললেও, অনেক মহিলাই শিখতে চাইছেন আইফোন হাতানোর অভিনব বিদ্যা।

আরও পড়ুন- চেয়েছিলাম উপহার, ইমরান দিল ডিভোর্স: রেহম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন