Wedding

Viral: শাশুড়ির বিয়ের জন্য পাত্র চাই! পুরস্কার ঘো়ষণা করে বৌমার বিজ্ঞাপন ভাইরাল

বিজ্ঞাপনে মহিলা জানিয়েছেন, তাঁর ৫১ বছর বয়সী শাশু়ড়ির এক জন সঙ্গী খুবই প্রয়োজন। শাশুড়ি চাইছেন এমন এক জন সঙ্গী। যিনি মহিলার শাশুড়িকে বিয়ে করবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৮:২৬
Share:

প্রতীকী ছবি।

শাশুড়িকে বিয়ে করার মতো এক জন যোগ্য পাত্রের জন্য রীতিমতো বিজ্ঞাপন দিয়েছেন নিউ ইয়র্কের হাডসন উপত্যকার এক মহিলা। তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন। সেই পাত্রকে ১ হাজার অথবা ৭০০ ডলার অর্থপুরস্কার দেওয়ারও ঘোষণা করেছেন।

Advertisement

মহিলা বিজ্ঞাপনে জানিয়েছেন, তাঁর ৫১ বছর বয়সী শাশু়ড়ির এক জন সঙ্গী খুবই প্রয়োজন। শাশুড়ি চাইছেন এমন এক জন সঙ্গী। যিনি মহিলার শাশুড়িকে বিয়ে করবেন।

মহিলা এও জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁর শাশুড়ির বিয়েটা তিনি দিতে চাইছেন হাডসন উপত্যকাতেই।

Advertisement

তবে তার জন্য পাত্রকে একটি ডিনারে হাজির হতে হবে। মহিলার শাশুড়ি তাঁর হবু বরকে এক বার দেখে, কিছু কথা বলে নেবেন তাঁর সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement