Despacito

স্বামীর নাক ডাকার আওয়াজ ৪ বছর ধরে রেকর্ড করলেন মহিলা! তার পর...

স্বামীর নানা ভাবে নাক ডাকার আওয়াজের সঙ্গে ‘মিক্স’ করলেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি পপ গান, দেসপাসিতো। আর তাতেই বাজি মাত করেছেন তিনি। মাত্র পাঁচ দিনে ছ’ লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ২০:২৭
Share:

ছবি: সংগৃহীত।

স্বামীর নাক ডাকার আওয়াজে রাতের পর রাত ভাল করে ঘুমোতে পারতেন না। কিন্তু ঘুম থেকে ডেকে তুলতেও মন চাইত না। পাছে তাঁর বিশ্রামের ব্যাঘাত ঘটে! কিন্তু তিনি এমন একটা কাণ্ড ঘটালেন যা দেখে হেসে কুল পাচ্ছেন না হাজার হাজার মানুষ!

Advertisement

আসলে ওই মহিলা গত প্রায় চার বছর ধরে তাঁর স্বামীর নাক ডাকার আওয়াজ রেকর্ড করে গিয়েছেন। ভিডিও করেছেন। ঘরে বাইরে স্বামীর নানা ভাবে নাক ডাকার আওয়াজের সঙ্গে ‘মিক্স’ করলেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি পপ গান, দেসপাসিতো। আর তাতেই বাজি মাত করে ফেলেছেন তিনি। মাত্র পাঁচ দিনে ছ’ লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি। এক কথায় ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। মহিলা জানিয়েছেন, গানটি মিক্স করতে তাঁকে সাহায্য করেছেন তাঁর ভাইপো। এ বার দেখে নেওয়া যাক সেই মজার ভিডিওটি।

আরও পড়ুন: একটা সেলফির জন্য নষ্ট হল ১ কোটি ২৯ লক্ষ টাকার শিল্প সামগ্রী!

Advertisement

ভিডিও সৌজন্যে ভাইরাল ম্যাগাজিন।

দেসপাসিতো’র আসল ভিডিওটি:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement