প্রয়াত বিশ্বের সবচেয়ে ছোট মানুষ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ‘ছোট মানুষ’ চন্দ্রবাহাদুর ডাঙ্গি। তাঁর উচ্চতা ছিল ২১.৫ ইঞ্চি। বয়স হয়েছিল ৭৫ বছর। নেপালের বাসিন্দা চন্দ্রবাহাদুরের ছিলেন বিশ্বের সবচেয়ে ছোট মানুষ, এমনটাই দাবি গিনেস বুকের। ২০১৩ থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সে হিসাব নথিভুক্ত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৩
Share:

গিনেস বুকের রেকর্ড হাতে চন্দ্রবাহাদুর ডাঙ্গি। ছবি: এএফপি।

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ‘ছোট মানুষ’ চন্দ্রবাহাদুর ডাঙ্গি। তাঁর উচ্চতা ছিল ২১.৫ ইঞ্চি। বয়স হয়েছিল ৭৫ বছর। নেপালের বাসিন্দা চন্দ্রবাহাদুরের ছিলেন বিশ্বের সবচেয়ে ছোট মানুষ, এমনটাই দাবি গিনেস বুকের। ২০১৩ থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সে হিসাব নথিভুক্ত হয়।

Advertisement

সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন চন্দ্র। সেখানেই সামোয়া দ্বীপে হঠাত্ অসুস্থ বোধ করায় তাঁকে ল্যান্ডন বি জনসন ট্রপিক্যাল মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। কাঠমাণ্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরে এক গ্রামে থাকতেন তিনি। তবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম ওঠার পর থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্যুরে যেতেন। তাঁর যাবতীয় ট্যুরের ব্যবস্থা করতেন থানেশ্বর গুরাগাই। তিনি জানিয়েছেন, ‘‘আমি এখন নেপালেই আছি। চন্দ্রর ভাইপো এ বার ওঁর সঙ্গে গিয়েছিলেন। তিনিই আমাকে ফোন করে খবরটা জানিয়েছেন।’’ চন্দ্রর ছয় ভাই এবং দু’বোন সাধারণ উচ্চতার হলেও তাঁর নিজের উচ্চতা ছিল ৫৪.৬ সেন্টিমিটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement