Coronavirus

করোনার টিকা নিয়ে ১০০তম জন্মদিন পালন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকের

নিজের জন্মদিনকে এ ভাবে পালন করতে পেরে স্বভাবতই খুশি রয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৭:৫৯
Share:

টিকা নিচ্ছেন রয়। ছবি: সংগৃহীত।

করোনার টিকা নিয়ে নিজের ১০০তম জন্মদিন পালন করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক রয় লেজেল।

Advertisement

নিজের জন্মদিনকে এ ভাবে পালন করতে পেরে স্বভাবতই খুশি রয়। তিনি বলেন, “১০০তম জন্মদিন প্রতিদিন আসে না।” কোভিড পরিস্থিতিতে জন্মদিনে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না বলেও জানান রয়।

ব্রিটেনের ডেভনে থাকেন রয়। বুধবার বাড়িতেই টিকা নেন তিনি। তাঁর জন্মদিন উপলক্ষে ওই দিনই বেশ কিছু আত্মীয় এবং পরিবারের অন্য সদস্যরা রয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর সেই দিনই টিকা নেওয়ার ডাক পড়ে তাঁর। রয়ের কথায়, “জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যরা এসেছিলেন। তাঁদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভাল লেগেছে। আর সেই দিনই টিকা নিয়েছি। এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement