layoff

আবার কর্মী ছাঁটাই! চাকরি হারাচ্ছেন ইয়াহুর ২০ শতাংশেরও বেশি কর্মী

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল আরও এক তথ্যপ্রযুক্তি সংস্থা। এ বার ১৬০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু।

Advertisement

সংবাদ সংস্থা

ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৬
Share:

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ইয়াহু। প্রতীকী ছবি।

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আবার কর্মী ছাঁটাই। গুগল, মাইক্রোসফ্‌ ট, অ্যামাজ়ন, টুইটার, ডেলের পর এ বার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ইয়াহু ইনকর্পোরেশন। সংস্থার ‘অ্যাড টেক ইউনিট’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যার জেরে কাজ হারাবেন ১৬০০ জনেরও বেশি কর্মী।

Advertisement

করোনা অতিমারি পরবর্তী পর্বে গুগল, মাইক্রোসফ্‌ট, অ্যামাজ়ন, টুইটার, ফেসবুকের মতো একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে বহু মানুষ আচমকা চাকরি হারিয়েছেন। এ বার সেই পথে হাঁটল ইয়াহুও।

Advertisement

সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরও এক তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল। বিশ্ব জুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক্সাসের এই বহুজাতিক সংস্থাা। ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও। গত নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজ়নেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। বিশ্ব জুড়ে ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজ়ন। একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থায় ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মীরা। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন