New York City Mayor polls

নিউ ইয়র্কের মেয়র হবেন চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র? দলীয় প্রতিদ্বন্দ্বীকে হারালেন বামঘেঁষা মামদানি

প্রচারে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি নিউ ইয়র্ক শহরে জীবনধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। এমনকি দীর্ঘ দিন শহরে যাঁরা ভাড়াবাড়িতে রয়েছেন, তাঁদের ভাড়া মকুবের কথাও বলেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৮:২৫
Share:

জ়োহরান মামদানি। —ফাইল চিত্র।

আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র হওয়ার পথে আরও এক ধাপ এগোলেন প্রখ্যাত ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র জ়োহরান মামদানি। মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে (যেখানে একই দলের দুই বা তার বেশি প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়) প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৯৬ শতাংশ ভোট গণনা হয়েছে। মামদানি পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। আর কুয়োমো পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। পরাজয় স্বীকার করে বিবৃতিও দিয়েছেন কুয়োমো।

Advertisement

ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায়। তবে তাঁর বেড়ে ওঠা নিউ ইয়র্ক শহরে। মামদানির পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। মাহমুদেরও শিকড় ছড়িয়ে রয়েছে ভারতে।

প্রচারে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি নিউ ইয়র্ক শহরে জীবনধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। এমনকি দীর্ঘ দিন শহরে যাঁরা ভাড়াবাড়িতে রয়েছেন, তাঁদের ভাড়া মকুবের কথাও বলেছিলেন। মনে করা হচ্ছে মীরা-পুত্রের সেই আশ্বাসেই ভরসা রেখেছেন নিউ ইয়র্কবাসী। ভোটের ফল প্রকাশ্যে আসার পর মামদানির ওয়েবসাইট থেকে লেখা হয়েছে, “নিউ ইয়র্কে থাকার খরচ বড্ড বেশি। জ়োহরান এ বার খরচ কমিয়ে জীবনধারণকে অনেক সহজ করে তুলবেন।”

Advertisement

অবশ্য মেয়র হতে হলে মামদানিকে আরও একটি নির্বাচনে লড়তে হবে। সেখানে তাঁর লড়াই রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। যদি মামদানি সেই ভোটেও জয়ী হন, তবে তিনিই হবেন নিউ ইয়র্কের প্রথম ইসলাম ধর্মাবলম্বী মেয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement