তাদের অ্যাকাউন্টে কোপ পড়ছে। এ বার তাই ফেসবুক আর টুইটারের সিইওকে ভিডিও বার্তায় হুমকি দিল জঙ্গি সংগঠন আইএস। ২৫ মিনিটের ওই ভিডিও পোস্ট করেছে ‘সন্স ক্যালিফেট আর্মি’। তাতে বুলেটবিদ্ধ পর্দায় মার্ক জুকেরবার্গ এবং জ্যাক ডরসির ছবি দেখা গিয়েছে। বলা হয়েছে, একটা করে আমাদের অ্যাকাউন্ট ডিলিট করলে আমরা পাল্টা দশটা অ্যাকাউন্টে হানা দেব।