International News

বুলি ফুটতেই জুকেরবার্গের এক বছরের মেয়ে এটা বলল!

বছরখানেক বয়স ম্যাক্সের। বুলি ফুটছে মুখে। আর ম্যাক্সের বলা প্রথম শব্দ নিয়ে এখন তুমুল চর্চা চলছে ওয়েব ওয়ার্ল্ডে। হবে নাই বা কেন বলুন? ম্যাক্স তো সেলেব বেবি। যার বাবা ফেসবুকের সুপার বস সে তো জন্ম থেকেই সেলেব। ঠিকই ধরেছেন। ফেসবুকের জনক মার্ক জুকেরবার্গ হলেন ম্যাক্সের বাবা। ম্যাক্সের বলা প্রথম শব্দ তিনি শেয়ার করেছেন ফেসবুক ওয়ালে। তার পর থেকেই তা ভাইরাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ১৬:৪২
Share:

ম্যাক্সের প্রথম সাঁতার। ‌ছবি: ফেসবুকের সৌজন্যে।

বছরখানেক বয়স ম্যাক্সের। বুলি ফুটছে মুখে। আর ম্যাক্সের বলা প্রথম শব্দ নিয়ে এখন তুমুল চর্চা চলছে ওয়েব ওয়ার্ল্ডে। হবে নাই বা কেন বলুন? ম্যাক্স তো সেলেব বেবি। যার বাবা ফেসবুকের সুপার বস সে তো জন্ম থেকেই সেলেব। ঠিকই ধরেছেন। ফেসবুকের জনক মার্ক জুকেরবার্গ হলেন ম্যাক্সের বাবা। ম্যাক্সের বলা প্রথম শব্দ তিনি শেয়ার করেছেন ফেসবুক ওয়ালে। তার পর থেকেই তা ভাইরাল।
কিন্তু ম্যাক্স প্রথম কী বলেছে জানেন? শুনলে অবাক হবেন। ‘বাবা’ বা ‘মা’ কাউকেই সে প্রথমে ডাকেনি। কী ভাবছেন, ম্যাক্সের বলা প্রথম শব্দ ‘ফেসবুক’? না! এই ওয়াইল্ড গেসটাও মিস হয়ে গেল। এক বছরের ম্যাক্স জুকেরবার্গের প্রথম শব্দ হল ‘ডগ’। ঠিকই পড়ছেন। আসলে ম্যাক্সের সর্ব ক্ষণের সঙ্গী একটি কুকুর। যার নাম বিস্ট। ফেসবুকে মার্ক লিখেছেন, ‘ম্যাক্স বিস্টকে খুব ভালবাসে। ওর প্রথম শব্দ ডগ।’

Advertisement

আরও পড়ুন, মেকআপ ছাড়া স্ত্রীকে দেখেই ডিভোর্স দিলেন স্বামী!

পোষ্যের সঙ্গে ম্যাক্স। ছবি: ফেসবুকের সৌজন্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement