আনে ফ্রাঙ্কের ৩০০ বই উপহার

আনে ফ্রাঙ্ক সম্পর্কিত তিনশোটি বই টোকিওর বিভিন্ন গ্রন্থাগারকে উপহার দিচ্ছে জাপানের ইজরায়েলি দূতাবাস ও জাপানে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিও শেষ আপডেট: ০১ মার্চ ২০১৪ ০৮:৩৬
Share:

আনে ফ্রাঙ্ক সম্পর্কিত তিনশোটি বই টোকিওর বিভিন্ন গ্রন্থাগারকে উপহার দিচ্ছে জাপানের ইজরায়েলি দূতাবাস ও জাপানে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের মানুষ।

Advertisement

গত জানুয়ারি থেকে টোকিও শহরের ৩৮টি গ্রন্থাগারে অন্তত ৩০৮টি বই নষ্ট করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ইহুদি কিশোরী আনে ফ্রাঙ্কের লেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দিনপঞ্জি ‘আনে ফ্রাঙ্ক দ্য ডায়েরি অব এ ইয়ং গার্ল’। এই বইটির শতাধিক প্রতিলিপি এবং আনে ফ্রাঙ্ক সম্পর্কিত নানা বই নষ্ট হয়েছে গোটা শহর জুড়ে, জানিয়েছে টোকিও পুরসভা। এই গুন্ডামির খবর প্রকাশিত হওয়ার পরে জাপান সরকার ও টোকিওর সাধারণ মানুষ বিভিন্ন বিবৃতিতে দিয়ে জাপানে বসবাসকারী ইহুদিদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তার পরেই টোকিওর ইজরায়েলি দূতাবাস বই উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ দূতাবাসের এক মুখপাত্র বলেন, “এই গুন্ডামি নেহাতই বিচ্ছিন্ন ঘটনা। ইজরায়েলের সঙ্গে জাপানের মানুষের সম্পর্ক খুবই ভাল।”

Advertisement

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কামব্রিয়ার আকাশ জুড়ে লাল-সবুজ আলোর খেলা। বিজ্ঞানের ভাষায়
যাকে বলে অরোরা বোরিয়ালিস (মেরুজ্যোতি)। সচরাচর ব্রিটেনের আরও উত্তরে এ দৃশ্যের
দেখা মেলে। কিন্তু বৃহস্পতিবার রাতে সে সুযোগ পেয়ে গেল ব্রিটেনের একটা বড় অংশ।
সূর্যের উপরিভাগে বড়সড় বিস্ফোরণের জেরেইএই মেরুজ্যোতি। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের

বিজ্ঞানীরা জানালেন সে কথা। সৌর বিস্ফোরণের পর মহাকাশে ছড়িয়ে পড়ে অসংখ্য আয়নিত কণা।
এই আয়নিত কণাগুলি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যেচলে এলে বায়ুমণ্ডলের গ্যাসীয় কণার সঙ্গে
বিক্রিয়া করে আলোর ছটা বিচ্ছুরণ করে। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন