কাইলার নিহত, জানাল আমেরিকা

জঙ্গিদের হাতে পণবন্দি মার্কিন ত্রাণকর্মী কাইলা মুলারের (২৬) মৃত্যুর কথা স্বীকার করল হোয়াইট হাউস। মঙ্গলবার মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০১৩ সালের অগস্ট থেকে আইএসআইএস জঙ্গিদের হাতে বন্দি কাইলার মৃত্যু হয়েছে। গত শুক্রবারই কাইলার মৃত্যুর কথা জানিয়েছিল আইএস। পাশাপাশি এ-ও জানানো হয়েছিল, জর্ডনের বিমানচালক মোয়াজ আল-কাসাসবের হত্যার বদলা নিতে জর্ডন যে ভাবে সিরিয়ায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে, তাতেই মারা যান কাইলা।

Advertisement

সংবাদ সংস্থা

বেইরুট শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৩
Share:

জঙ্গিদের হাতে পণবন্দি মার্কিন ত্রাণকর্মী কাইলা মুলারের (২৬) মৃত্যুর কথা স্বীকার করল হোয়াইট হাউস।

Advertisement

মঙ্গলবার মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০১৩ সালের অগস্ট থেকে আইএসআইএস জঙ্গিদের হাতে বন্দি কাইলার মৃত্যু হয়েছে। গত শুক্রবারই কাইলার মৃত্যুর কথা জানিয়েছিল আইএস। পাশাপাশি এ-ও জানানো হয়েছিল, জর্ডনের বিমানচালক মোয়াজ আল-কাসাসবের হত্যার বদলা নিতে জর্ডন যে ভাবে সিরিয়ায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে, তাতেই মারা যান কাইলা। তবে সেই নিয়ে পাল্টা তোপ দেগে জর্ডন জানিয়েছিল, ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করার জন্যই এ সব মিথ্যা বলছে জঙ্গিগোষ্ঠী। সেই সময়ে জর্ডন দাবি করে, জীবিতই রয়েছেন কাইলা।

যদিও কাইলার মৃত্যুর খবর বিবৃতি দিয়ে জানানো হলেও কবে এবং কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, আদৌ তিনি জঙ্গিদের হাতে খুন হয়েছেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি প্রশাসন। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে জর্ডনের প্রশাসনও। বরং জর্ডনের তরফে দাবি করা হয়েছে, গত তিন দিনে সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় জর্ডনের বিমান হামলায় হাজার সাতেক জঙ্গির মৃত্যুতে ভয় পেয়েছে তাদের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি। কাসাসবেকে নির্মম ভাবে হত্যা করার বদলা নিতে অভিযান চালিয়েই যাবে সরকার।

Advertisement

সোমবার আফগানিস্তানে ড্রোন হামলায় আইএস-এর প্রভাবশালী নেতা মোল্লা আবদুল রউফ-সহ ছ’জনের মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন