খোঁজ মিলল বিমানের মূল অংশের

অবশেষে পাওয়া গেল বিমানের মূল অংশ। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ দিনের মাথায় এয়ার এশিয়ার যাত্রিবাহী বিমানের মূল অংশের সন্ধান জাভা সাগরে আজই মিলেছে বলে জানান তল্লাশিকারীরা। অনুমান, এই অংশেই আটকে রয়েছে বাকি যাত্রী ও বিমানকর্মীদের দেহ। উদ্ধার হয়েছে এয়ার এশিয়া কিউজেড ৮৫০১ বিমানের ককপিট ভয়েস রেকর্ডারও। অনুমান, ব্ল্যাক বক্সের সব তথ্য হাতে আসায় শীঘ্রই জানা যাবে বিমান-দুর্ঘটনার আসল কারণ।

Advertisement

সংবাদ সংস্থা

জাকার্তা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৫ ০২:১০
Share:

অবশেষে পাওয়া গেল বিমানের মূল অংশ। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ দিনের মাথায় এয়ার এশিয়ার যাত্রিবাহী বিমানের মূল অংশের সন্ধান জাভা সাগরে আজই মিলেছে বলে জানান তল্লাশিকারীরা। অনুমান, এই অংশেই আটকে রয়েছে বাকি যাত্রী ও বিমানকর্মীদের দেহ। উদ্ধার হয়েছে এয়ার এশিয়া কিউজেড ৮৫০১ বিমানের ককপিট ভয়েস রেকর্ডারও। অনুমান, ব্ল্যাক বক্সের সব তথ্য হাতে আসায় শীঘ্রই জানা যাবে বিমান-দুর্ঘটনার আসল কারণ।

Advertisement

তাঁদের নৌবাহিনীই বিমানের মূল অংশের সন্ধান দিয়েছে বলে দাবি করেন সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী। গত সপ্তাহে যেখানে বিমানের লেজের অংশ পাওয়া গিয়েছিল, সেখান থেকে প্রায় ১০ হাজার ফুট দূরে বিমানের পেটের অংশ মিলেছে। রিমোটচালিত যান থেকে ছবিও তোলা হয়েছে ধ্বংসাবশেষের। এয়ার এশিয়ার স্লোগান ‘নাউ এভরিওয়ান ক্যান ফ্লাই’ বাক্যটির প্রথম দু’টি শব্দও ধ্বংসাবশেষ থেকে মিলেছে। পরবর্তী তথ্য বিশ্লেষণের জন্য ককপিট ভয়েস রেকর্ডারের সঙ্গে মূল অংশের ছবিও পাঠানো হয়েছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কাছে। এ মাসের মধ্যেই বিমান রহস্যের প্রাথমিক একটি রিপোর্ট দেবেন বলে দাবি কর্তৃপক্ষের।

বিমানে কর্মী ও যাত্রী মিলিয়ে সে দিন ১৬২ জন ছিলেন। জাভা সাগর থেকে এখনও পর্যন্ত ৫০টি মৃতদেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে আজই মিলেছে দু’টি দেহ। বাকি দেহ বিমানের মূল অংশে মিলবে বলেই অনুমান করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেই মূল অংশ জল থেকে তুলে আনার কাজ শুরু হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন