ব্যর্থ চিনা প্রেমিকের চল্লিশ হাজারি চ্যালেঞ্জ
সংবাদ সংস্থা • বেজিং
এ এক ব্যর্থ প্রেমিকের চ্যালেঞ্জ জেতার গল্প! সাত বছর আগের কথা। চিনা যুবক হু জিয়াওউন এবং তাঁর প্রেমিকা তখন কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া। এক দিন মেয়েটি একটি ফিল্ম দেখার জন্য আবদার ধরেন। কিন্তু তখন দু’টো টিকিট কাটারও সামর্থ্য ছিল না গরিব হু-র। রাগে প্রেমিকা ছেড়ে চলে যান তাঁকে। বলে যান, “তোমার দ্বারা কিছুই হবে না।” সেই ঘটনাকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কঠোর পরিশ্রম শুরু করেন হু। এখন তিনি রীতিমতো বিত্তবান। আর সেই খবর প্রাক্তন প্রেমিকার কানে পৌঁছতে ৪০,০০০ ডলার খরচ করেছেন তিনি। যা তাঁর মাস-মাইনের অর্ধেক। বুক করেছেন বেজিংয়ের চারটি প্রেক্ষাগৃহে ‘ট্রান্সফরমারস’ ছবির প্রথম দিনের প্রথম শোয়ের সব ক’টি টিকিট। এতেই থেমে থাকেননি হু। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খবরটি পোস্ট করে সবাইকে ওই বার্তা ছড়িয়ে দিতে অনুরোধ করেছেন। ইনাম হিসেবে সিনেমার টিকিট দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। এই কৌশলে ব্যাপক সাড়া মিলেছে। হুয়ের খবরটি ১১০,০০০ বারেরও বেশি পোস্ট করা হয়েছে বিভিন্ন সাইটে। প্রাক্তন প্রেমিকের এই বার্তা সেই মহিলার কানে পৌঁছতেও বেশি সময় লাগেনি। হু-কে ফোনও করেছেন তিনি। কিন্তু দু’জনের মধ্যে পুরনো তিক্ততা না থাকলেও নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার আর সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন হু।
রেকর্ড গড়ার পথে তরুণ
সংবাদ সংস্থা • নাগপুর
কনিষ্ঠতম বিমানচালক হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করে বিশ্ব রেকর্ড গড়ার পথে মার্কিন তরুণ ম্যাট গুটমিলার। আমেরিকা, ইউরোপ, মিশর পেরিয়ে আজ ভারতে এসে পৌঁছন ম্যাট। নাগপুরে তাঁর বিমানে জ্বালানি ভরা হয়। এর পর গন্তব্য কুয়ালা লামপুর, ব্যাঙ্কক, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া ও সামোয়া। ৮ জুলাই ক্যালিফোর্নিয়ায় অভিযান শেষ হবে। সে দিন ম্যাটের বয়স হবে ১৯ বছর ৭ মাস ৯ দিন।
জর্জ ও চার্চিল
সংবাদ সংস্থা • লন্ডন
এক জন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অন্য জনের বয়স মাত্র ১১ মাস। সদ্য হাঁটতে শিখছে সে। তবুও এই দু’জনের মধ্যে মিল খুঁজে পেলেন রাজকুমার হ্যারি! প্রথম জন উইনস্টন চার্চিল। দ্বিতীয় জন হ্যারিরই নিজের ভাইপো। উইলিয়াম ও কেটের ছেলে জর্জ। চার্চিলের সঙ্গে ভাইপোর তুলনা করে ২৯ বছরের হ্যারি বলেন, “জর্জ বেড়ে উঠছে। সে এমন ভাবে হাঁটছে আর গাল ফোলাচ্ছে যেন কত বড় হয়ে গিয়েছে। জর্জকে দেখতে একেবারে অল্প বয়সের উইনস্টন চার্চিলের মতো লাগছে।”