চলতি বছরকে আগেই ‘ইয়ার অব মার্সি’ ঘোষণা করেছিলেন। এ বার, সেই প্রসঙ্গ টেনেই মৃত্যুদণ্ড-বিরোধী বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। তাঁর আর্জি— ‘ইয়ার অব মার্সি’র প্রেক্ষিতে অন্তত এই বছরটা বন্ধ থাকুক মৃত্যুদণ্ড। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পর্যটকদের জমায়েতে পোপ বলেছেন, ‘‘কম্যান্ডমেন্টের ‘ডু নট কিল’ বার্তা নিরপরাধের সঙ্গে সঙ্গে অপরাধীর ক্ষেত্রেও প্রযোজ্য।’’