ব্যাটকিডের সঙ্গে অনুষ্ঠান বাতিল স্পাইডারম্যানের

মাস চারেক আগে খুদে ব্যাটম্যানের সাজে শহর দাপিয়েছিল সে। কালো পোশাক, কালো মুখোশ আর পিঠে বাঁধা নীল কাপড় উড়িয়ে সান ফ্রান্সিসকোকে এক দিনের জন্য সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে অসংখ্য শুভেচ্ছা কুড়িয়ে নিয়েছিল বছর পাঁচেকের ‘ব্যাটকিড’ মাইলস স্কট।

Advertisement

সংবাদ সংস্থা

লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৪ ০২:৪৩
Share:

মাস চারেক আগে খুদে ব্যাটম্যানের সাজে শহর দাপিয়েছিল সে। কালো পোশাক, কালো মুখোশ আর পিঠে বাঁধা নীল কাপড় উড়িয়ে সান ফ্রান্সিসকোকে এক দিনের জন্য সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে অসংখ্য শুভেচ্ছা কুড়িয়ে নিয়েছিল বছর পাঁচেকের ‘ব্যাটকিড’ মাইলস স্কট। সংবাদমাধ্যমের ভিড়, পুলিশি প্রহরা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শুভেচ্ছা বার্তা সব মিলিয়ে দিনভর হুল্লোড়ে রঙিন হয়ে উঠেছিল ছোট্ট মাইলসের জীবনের অমূল্য একটা দিন। অমূল্য, কারণ মারণ রোগ বাসা বেঁধেছে পাঁচ বছরের খুদে মাইলসের দেহে। মাত্র দেড় বছর বয়সেই ধরা পড়েছিল লিউকোমিয়া।

Advertisement

সেই মাইলসকে আরও একটু খুশি করতে, তার আরও একটা স্বপ্নকে সত্যি করতে এ বার এগিয়ে এসেছিলেন অস্কার কর্তৃপক্ষ। ঠিক হয়েছিল, মাইলসের আর এক পছন্দের সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে তাকে দেখা করিয়ে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হবে। পর্দার স্পাইডারম্যান নয়, বাস্তবের অ্যান্ড্রু গারফিল্ড। শুধু তা-ই নয়, গারফিল্ডের সঙ্গে মাইলসের একটি যৌথ উপস্থাপনাও ঠিক করা হয়েছিল রবিবার অস্কারের মঞ্চে। সেই দিনটাকে সামনে রেখেই এগোচ্ছিল মাইলস আর গারফিল্ডের যৌথ মহড়া। আরও একটা খুশির দিন কাটানোর আনন্দে-উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠছিল মাইলসের দিনগুলো। বোধ হয় একটু একটু করে বাড়ছিল তার আয়ুও। অনুষ্ঠানের দিন দুয়েক আগেই ক্যালিফোর্নিয়া থেকে দীর্ঘ পথ উজিয়ে লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছেছিল মাইলস ও তার পরিবার।

কিন্তু বাদ সাধলেন গারফিল্ড নিজেই। অনুষ্ঠানের শেষ মুহূর্তে তাঁর হঠাৎ মনে হয়, মাইলসের সঙ্গে অনুষ্ঠান করবেন না তিনি। অনুষ্ঠানের দিন, অর্থাৎ রবিবার সকালবেলায় মাইলসের কাছে অস্কার কর্তৃপক্ষের চিঠি এসে পৌঁছয়। সে সময় অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল মাইলস। বারবার করে ঝালিয়ে নিচ্ছিল অনুষ্ঠানের সংলাপ। সে সময়েই ছন্দপতন। মাইলসের মা নাতালি স্কট বলেন, “আমি জানি না হঠাৎ কী হল ওদের। হয়তো সময়ের কমতি ছিল। এ সব ক্ষেত্রে এমনটা হতেই পারে সেটা আমি জানি। কিন্তু এটা মাইলসকে বোঝানো...”

Advertisement

গারফিল্ডের এ হেন আচরণ নিয়ে অবশ্য বেশ বিব্রত অনুষ্ঠান কর্তৃপক্ষ। একটি সূত্রের খবর, গারফিল্ডের নাকি পছন্দ হয়নি সংলাপ। তাই অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু তেমন হলে তো তাঁর পছন্দ মতো সংলাপ বদলে নেওয়াও যেত। এ ভাবে হঠাৎ আশাভঙ্গের কারণ কী? ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, গারফিল্ড বা তাঁর বান্ধবী এমা স্টোনের পরিবারে কোনও বড় সমস্যা তৈরি হয়েছে। সে কারণেই হয়তো শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন গারফিল্ড।

তবে সপ্তাহান্তটা একেবারেই যে ব্যর্থ হল তা বলা যায় না। অস্কার কর্তৃপক্ষের বদান্যতায় দু’দিন ধরে ডিজনিল্যান্ড ঘুরে দুধের স্বাদ ঘোলেই মেটাল মাইলস। পর্দার সুপারহিরোর সঙ্গে বাস্তবে অস্কারের মঞ্চ মাতানোর স্বপ্নটা অবশ্য এ যাত্রা সফল হল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন