প্রতীকী ছবি।
উৎসবে গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহার নিয়ে এল হিরো মোটোকর্প। মোটরসাইকেল কিনলে পেয়ে যেতে পারেন নানাবিধ সুযোগ। ডাউন পেমেন্ট, দামের উপর ছাড়, লয়্যালটি বোনাস এবং কম সুদ— সব মিলিয়ে সাড়ে ১২ হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে গ্রাহকদের।
হিরো জানিয়েছে, তাদের সংস্থার মোটরসাইকেল কিনলে সাড়ে ১২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। আর কী কী সুবিধা দিচ্ছে এই সংস্থা? মাত্র ৬ হাজার ৯৯৯ টাকায় শুরু হচ্ছে ডাউন পেমেন্ট। সুদের হার রাখা হয়েছে ৫.৫৫ শতাংশ। এক্সচেঞ্জ লয়্যালটি বোনাস পেতে পারেন পাঁচ হাজার টাকা। এবং নগদে ছাড় পেতে পারেন ২ হাজার ১০০ টাকা।
এ ছাড়াও যে সুবিধাগুলি দিচ্ছে হিরো—
• ঋণদাতার কাছে দায়বদ্ধ থাকবেন না ক্রেতা
• বিনা সুদে মাসিক কিস্তি
• কিসান ইএমআই-এর সুবিধা রয়েছে।
আর যদি ক্রেতা ‘হিরো গুড লাইফ’-এ নথিভুক্ত থাকেন তা হলে সাড়ে ছ’হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়ও মিলবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy