শহরের বুকে গানের ঝড় ওঠার আগে অঞ্জন দত্তের মুখোমুখি হয়েছিল আনন্দবাজার ডট কম। ‘ব্যান্ড স্টর্ম’ থেকে বাংলা ব্যান্ড, তথা বাংলা রক সঙ্গীত নিয়ে কী জানালেন তিনি?
এক ছাতার তলায় ছয়টি ব্যান্ড, তাও আবার ভিন্ন স্বাদের, ‘ব্যান্ড স্টর্ম’ প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ''ভাল তো, অনেকগুলি ব্যান্ড, একাধিক সঙ্গীতশিল্পী যদি এ ভাবে এক সঙ্গে আসে সেটা তো গানের জন্যই ভাল। রোজগারের পক্ষে ভাল।''
আরও পড়ুন:
এখন এফএমে বাংলা ব্যান্ডের গান খুবই কম শোনা যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকলেও, বাংলা ব্যান্ডের গানের আরও বেশি প্রচারের জন্য এমন অনুষ্ঠান আরও হওয়া উচিত কিনা জানতে চাইলে গায়ক বলেন, “কোনওদিনই মৌলিক গান সে ভাবে প্রচার পায়নি। সিনেমার গানই সব সময় বেশি প্রাধান্য পেয়েছে রেডিয়ো, ইত্যাদিতে। তার পরেও কলকাতায় বাঙালি রক সঙ্গীত করতে এসেছে, এবং নিজেরাই নিজেদের জনপ্রিয়তা তৈরি করেছে। কোনও রেডিয়ো চ্যানেল, কোনও খবরের কাগজ কেউ তৈরি করেনি। সুমন থেকে ফসিল্স পর্যন্ত, সকলেই নিজেদের ক্ষমতায় তৈরি হয়েছে। রূপম-শিলাজিৎ সিনেমায় কবে গান করল, সিনেমা নিয়েই বেশি ব্যস্ত তারা। কিন্তু ওদের যে ক্ষমতা, ওরা যে পাঁচ হাজার, ছয় হাজার দর্শককে ধরে রাখতে পারে সেটা মিডিয়া সব সময় অগ্রাহ্য করেছে। কিন্তু তা সত্ত্বেও শ্রোতা তৈরি হয়েছে। শ্রোতারা জনপ্রিয় করেছে। আলাদা করে কোনও প্রতিষ্ঠান, কোনও মিউজিক কোম্পানি এগিয়ে এসে দায়িত্ব নিয়ে প্রচার করেনি। যা করেছে শিল্পীরা নিজেরাই করেছেন, আর তাই আমি এই নতুন প্রজন্মকে নিয়ে ভীষণ গর্বিত। আমাদের প্রজন্মও তাই। এ রকম অনুষ্ঠান হলে আরও ভাল হয়। লাইভ সঙ্গীত সব সময়ই শক্তিশালী মাধ্যম। আমার মনে হয় না লাইভ সঙ্গীতকে কিছুর দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব।”
‘ব্যান্ড স্টর্ম’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অঞ্জন বলেন, “ব্যান্ড স্টর্ম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, ছেলেরা খেটেখুটে করছে। আমি খুব গর্বিত যে কলকাতায় এত টাকা খরচ করে এটা হচ্ছে।”
মাঝে দীর্ঘ সময় সেই অর্থে কোনও বাংলা ব্যান্ডকে উল্লেখযোগ্য ভাবে নজর কাড়তে দেখা যায়নি। সদ্য ‘হুলিগানিজম’ ফের চর্চায় রয়েছে। এই অনুষ্ঠানেও তাঁরা পারফর্ম করবেন। কিন্তু কেন এই ফাঁক তৈরি হয়েছিল? “জানি না কেন। হয়তো লোকে শোনেনি, শুনতে চায়নি। ভাল সঙ্গীত তৈরি হয়নি হয়তো। আমি জানি না, আমি বিশেষজ্ঞ নই, আমি ওদের সহকর্মী। আমি জানি না ফসিল্সের পর কারা এসেছে। ফসিল্স পর্যন্ত মন দিয়ে শুনেছি, বাকি যারা গাইছে তাদের গানও। কিন্তু তার পর ওদের ছাপিয়ে আরেকটা ব্যান্ডকে আসতে হবে, তাদের ভাল গান লিখতে হবে, ভাল সুর দিতে হবে, জনপ্রিয়তা অর্জন করতে হবে তা হলেই তারা পারবে”, মত অঞ্জন দত্তেরন
আগামী ৩১ অগস্ট, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘ব্যান্ড স্টর্ম’। পারফর্ম করবে মোট ছয়টি বাংলা ব্যান্ড।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।