শহরের সিংহভাগ জলে। তবে শ্যুটিং 'মাস্ট গো অন'! দাসানি-১ স্টুডিয়োতে ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ত শার্লি মোদক। অভিনেত্রীর কথায়, মাত্র এক দিনের মধ্যেই শহরের চেহারা যেন আমূল বলেছে। আনন্দবাজার ডট কমকে তিনি বলেন, “কালকে এক রকম ছিল আর আজকে একে বারেই আলাদা রূপ।”
চলতি বছরের পুজোটা অভিনেত্রীর কাছে ‘বিশেষ’ বলা চলে। বিয়ের পর প্রথম দুর্গাপুজো। তার আগেই এমন বানভাসি অবস্থা শহর থেকে শহরতলীর। শার্লি বলেন, “কলকাতায় যদিও থাকছি না। অভিষেকের (বসু) সঙ্গে প্রথম পুজো। জলপাইগুড়ি যাচ্ছি।” কিন্তু তা সত্বেও নিজের শহরের জন্য তো মন খারাপ হবেই। শার্লি বলেন, “পুজোর আগে এমন একটা পরিস্থিতি একে বারেই অপ্রত্যাশিত। অনেক মানুষের ক্ষতি হয়েছে। মনের অবস্থা কারও ঠিক নেই।”
অভিনেত্রী জানান, তাঁর নিজের এলাকারও দুরবস্থা কম নয়। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি করে আসতেও কম ঝক্কি পোহাতে হয়নি তাঁকে। তিনি বলেন, “আমি তো আসতেই পারছিলাম না। গাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে। প্রোডাকশন থেকে গাড়ি পাঠানো হয়েছে। রাস্তাঘাট দেখেই কষ্ট হচ্ছে।”
আরও পড়ুন:
এমন পরিস্থিতিতে দেবী দুর্গার কাছে অভিনেত্রীর একটাই চাওয়া, “সব কিছু ভাল হোক। কোনও খারাপ শক্তি যেন আমাদের ছুঁতে না পারে। নিজেদের মধ্যেও যেন ইতিবাচক শক্তি সঞ্চয় হয় কিছুটা।”
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।